শওকত মোল্লাকে দেখভালের নির্দেশ দিয়ে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা প্রযুক্তি বিজ্ঞান রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: আজ বুধবার নিউটাউনের হাতিশালায় উদ্বোধন হল তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের। আর ওই ক্যাম্পাসের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ‘দেশের মধ্যে তথ্য- প্রযুক্তির শিল্পতালুক হিসাবে গড়ে উঠেছে বাংলা। এখানে প্রচুর দক্ষ কর্মী রয়েছে। প্রতিভার ক্ষেত্রে বাংলার বিকল্প নেই।’

নিউ টাউনের হাতিশালায় নতুন ক্যাম্পাসের জন্য ইনফোসিসকে ৫০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। ওই জমির মধ্যে ১৭ একর জুড়ে ক্যাম্পাস তৈরি করেছে নারায়ণমূর্তির সংস্থা। ধীরে ধীরে বাকি অংশেও কাজ শুরু হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

এদিন ইনফোসিসের নয়া ক্যাম্পাস উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যও আজকের দিনটি ঐতিহাসিক। বাংলায় কেউ বিনিয়োগ করতে চাইলে রাজ্য সরকার তাঁকে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত। ১৩ বছরে বাংলায় কোনও কর্মদিবস নষ্ট হয়নি। সিলিকন ভ্যালিতে ২৭ হাজার কোটি বিনিয়োগ করা হয়েছে। বাংলার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি দেউচা পাচামিতে বিদ্যুতের কোনও সমস্যা হবে না।’

আগামী ফেব্রুয়ারিতে বসছে অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য দেশের শিল্প সংস্থার কর্ণধার ও প্রতিনিধিদেরও অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যখন আমরা ক্ষমতায় আসি তখন কিছু ছিল না। এখন একাধিক বিশ্বমানের আইটি সংস্থা এখানে রয়েছে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল ইনফোসিস এখানে আসুক। প্রতিভার দিক থেকে আমরা ভারতে ১ নম্বর।’ কলকাতায় সেমি কন্ডাকটার কারখানা গড়ার যে প্রস্তাব এসেছে তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ইনফোসিসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য-প্রযুক্তি সংস্থাকে ব্যবসা করার জন্য যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য এ দিন মঞ্চ থেকেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘এদের সবসময় সবরকম ভাবে সাহায্য করতে হবে, এটা যেন দেখা হয়।’