অত্যাধুনিক রবোটিক সার্জারির শুরু ডামা হাসপাতালে

কলকাতা রাজ্য স্বাস্থ্য

দেবোপম সরকার, বিধাননগর: গতকাল বুধবার থেকে সল্টলেকে Techno India DAMA হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল আধুনিক রোবটিক টেকনোলজির সাহায্যে হাঁটুর অপারেশন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়ার কো-চেয়ারপারসন প্রফেসর মানসী রায়চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূত রায়চৌধুরী, মেডিক্যাল ডিরেক্টর ড. সৌরভ ঘোষ, ড. রাজীব রামান, ড. গৌতম গুপ্ত (রোবোটিক অর্থোপেডিক সার্জন), রাউনাক নেইম, রাম মোহন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রফেসর মানসী  রায়চৌধুরী জানান, টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের মুকুটে এই পর্বে আরও এক নতুন পালক সংযোজিত হল। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বহু মানুষ হাঁটুর সমস্যায় ভুগছেন। একটা সময়  বয়স্কদের এই সমস্যা হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ৪০ থেকে ৫০ বছর বয়সের লোকজনদেরও হাঁটুর সমস্যায় ভুগতে হচ্ছে। কলকাতাতে আরও বেশ কয়েকটি নামি বেসরকারি হাসপাতালে রোবোটিক পদ্ধতির সাহায্যে হাঁটু অপারেশন করা হয়। কিন্তু এই হাসপাতালে যে রোবটিক যন্ত্রটি কেনা হয়েছে সেটা অত্যন্ত  লেটেস্ট টেকনোলজিতে তৈরি নামি কোম্পানি  জনসন অ্যান্ড জনসনের দ্বারা তৈরি। এই মেশিনের সাহায্যে যদি অপারেশন করা যায় তাহলে আলাদাভাবে সিটি স্ক্যান এমআরআই করতে হবে না। সময় সাশ্রয় হবে। এর পাশাপাশি প্রত্যেকদিন ৬ টা থেকে ৮ টা অপারেশন করা যেতে পারে। ডিজিটালের মাধ্যমে অ্যাকিউরেট অপারেশন হবে। যার ফলে অনেকটা জায়গা জুড়ে কাটাকুটি করতে হবে না রোগীদের। অপারেশন চলাকালীন সফ্ট টিস্যু খুবই কম ক্ষতিগ্রস্ত হবে। রক্তক্ষরণ অনেকটাই কমে যাবে। হাড়ের ক্ষয় অনেকটাই কমানো সম্ভব হবে।’

মেঘদূত রায়চৌধুরী জানান, ‘আজ থেকে ১৫ বছর আগে কোন মানুষকে যদি বলা হতো আপনার শরীরের অপারেশন কোন রোবোট করবে তাহলে কেউ আর অপারেশন করতে রাজি হতেন না। সময় পাল্টেছে পাল্টেছে প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে নতুন নতুন মেশিন তৈরি হচ্ছে। আমরা যে মেশিনটি আজকে উদ্বোধন করলাম ভবিষ্যতে দেখা যাবে প্রায় প্রত্যেকটি হাসপাতেল এই প্রযুক্তির সাহায্যে হাঁটুর অপারেশন করবে। আর এই  মেশিনটিও  সাইজে ছোট হয়ে যাবে। কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার হাঁটু ভালো থাকুক কাউকে যেন হাঁটুর অপারেশন না করতে হয়।’

টেকনো ইন্ডিয়া ডামার মেডিক্যাল অধিকর্তা ড. সৌরভ ঘোষ জানান, ‘রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী স্কিমে অর্থপেডিকের অপারেশন বন্ধ হয়ে গিয়েছে। আমাদের হাঁটু অপারেশন করাতে গেলে বেশ কয়েকটি স্কিম আছে। তার ওপরে আরও আনুমানিক রোবোটের দ্বারা অপারেশন করলে ৫০ হাজার টাকা বাড়তি খরচা লাগবে।’ যদিও তিনি এটাও বলেন সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা এখনও  রোবটের দ্বারা কেউ অপারেশন করলে  সেই রোগীর কাছ থেকে কত টাকা নেওয়া হবে তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। কিন্তু এইটুকু বলা যেতেই পারে  টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল  প্রথম থেকেই সাধারণ মানুষের কথা ভেবে এসেছে এবং আগামী দিনেও সাধারণ মানুষের কথা ভাববে।’

টেকনো ডামার সঙ্গে VELYS Digital Surgery এর যৌথ উদ্যোগে এই এই রোবটটিকে আনা হয়েছে। এই মেশিনটি তৈরি করেছে বিখ্যাত কোম্পানী Johnson & Johnson MedTech। দরকার পড়লেই আগামীকাল থেকেই চিকিৎসকরে অপারেশন শুরু করে দিতে পারেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই রোবটটি কিভাবে কাজ করবে তা হাতে কলমে দেখানো হয়।