ভোররাতে গুলির লড়াইয়ে কাঁপল কাশ্মীর, এনকাউন্টারে জখম ৫ জঙ্গি

দেশ

নিউজ পোল ব্যুরো, কাশ্মীর : ভোররাতে গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম কাদ্দের এলাকায়। বৃহস্পতিবার কুলগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে জখম হয়েছে ৫ জঙ্গি। জঙ্গিদের গুলিতে জখম ২ ভারতীয় জওয়ান। লুকিয়ে থাকা বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, এই কুলগাম কাদ্দের এলাকায় ভারতীয় নাশকতার ঘাঁটি গেড়েছে কিছু জঙ্গি। এই নাশকতার ঘাঁটি ভেস্তে দিতে অভিযানে আসে কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ গোটা এলাকার তল্লাশি নেয়। সন্দেহজনক জায়গায় জঙ্গিদের গতিবিধি নজরে এলে গুলি চালানো শুরু করেন জওয়ানরা। পালটা তাঁদের ওপর গুলিবর্ষণ করে লুকিয়ে থাকা জঙ্গিরা। সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হয় পাঁচ জঙ্গি। যে জঙ্গিদের এখনও খুঁজে পাওয়া যায়নি তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারত সেনাবাহিনী। এই ঘটনায় আহত হয়েছে ২ ভারতীয় জওয়ান এবং তাঁদের চিকিৎসা চলছে স্থানীয় এক হাসপাতালে।