নিউজ পোল ব্যুরো, ব্যারাকপুর: স্কুলে চুরি করতে ঢুকে কিছুই পায়নি চোর। অবশেষে শিক্ষিকার চিপস খেতে হল চোরকে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে বারাকপুর তালপুকুর গার্লস হাইস্কুলে। দ্বাদশ শ্রেণির এই স্কুলটি সোম থেকে শনিবার পর্যন্ত ছাত্রছাত্রীদের হুল্লোড় থাকে। চোরের ধারণা তালপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মোটা অঙ্কের টাকা থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান।
পুলিশ ও স্কুল সূত্রে খবর, মঙ্গলবার রাতের অন্ধকারে টাকা চুরির উদ্দেশ্যে স্কুলের পেছন থেকে দ্বিতীয় তলায় উঠেছিল চোরেরা। ১০-১১ টি তালা ভাঙতে হয়েছিল চোরেদের। সব ঘর মিলিয়ে ১৩-১৪ টি আলমারির লকার খোলা হয়েছিল বলে অভিযোগ। সাড়ে ৮০০ টাকা চুরি করে বলে অভিযোগ। কিন্তু সেই অর্থে কিছু না পেয়ে শেষমেষ একটি চিপসের প্যাকেট পায়। সেটা খেয়েই পেট ভরাতে হয় চোরেদের।
স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা স্পিহা রায় বলেন, “সব আলমারির তালা ভাঙা ছাড়া কোনো ক্ষতি হয়নি। ওরা স্টাফ রুমেও গিয়েছিল। সেখানে এক শিক্ষিকার চিপসের প্যাকেট ছিল।” সেই চিপস অর্ধেক খেয়ে ফেলে। আলমারিতে একটি বালা ছিল, কিন্তু সেটি চুরি করেনি। তাই আমার অনুমান, নগদ টাকাই হয়তো চুরি করতে এসেছিল চোরেরা।
তবে, টিটাগড় থানার অভিযোগ জানানো হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।