শনিতে বছরের ক্ষুদ্রতম দিনে উজ্জ্বল আকাশ

দেশ বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো : বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিনে অর্থাৎ ২১ ডিসেম্বর উজ্জ্বল হবে আকাশ। পৃথিবীর উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট। আর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন। পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত আমাদের ভারত ২১ ডিসেম্বর সবচেয়ে ছোট দিন দেখবে।

কারণ হল সূর্য বিষুবরেখার সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিনে মকর ক্রান্তিরেখার ওপর পর সরাসরি অবস্থান করে। বার্ষিক সৌর পরিক্রমায় সূর্যের দক্ষিণমুখী যাত্রা এখানেই এসে শেষ হয় এই ২১ ডিসেম্বর। এরপর ২২ ডিসেম্বর থেকে শুরু হয় সূর্যের উত্তরমুখী যাত্রা। উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য এর পর ধীরে ধীরে বড় হবে।

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে। দীর্ঘতম রাত অথবা ক্ষুদ্রতম দিনকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ২১ জুন উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর হ্রস্বতম রজনী। সূর্য এ সময় কর্কটক্রান্তি রেখার বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নায়ন।

২১ ডিসেম্বর দিন সবচেয়ে ছোট হবে প্রায় সাড়ে ১০ ঘণ্টা এবং রাত হবে সাড়ে ১৩ ঘণ্টা। এরপর দিন বাড়তে শুরু করবে এবং মকর সংক্রান্তি থেকে এই পরিবর্তন অনুভূত হয়। তাই মকর সংক্রান্তি থেকে দিন বেড়ে ওঠার রেওয়াজ জনমনে বিরাজ করছে। এই দীর্ঘ রাতে আকাশে শুক্রের উজ্জ্বল আভা দেখা যায় পশ্চিমে, বৃহস্পতি পূর্বে, শনি আকাশের মাঝখানে বৃত্তাকারে, মঙ্গল গ্রহ রাত ৯ টার পর পূর্বে এবং বুধ সকলের দিকে। আকাশের এই সৌন্দর্য আমরা ভারতবাসী উপভোগ করবো ২১ ডিসেম্বর।