নিউজ পোল ব্যুরো, চীন: কৃত্রিম দ্বীপে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আঞ্চলিক পরিবহণ কেন্দ্র হিসেবে উত্তর-পূর্ব শহরটির অবস্থানকে শক্তিশালী করতে চীন বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপে একটি বিমানবন্দর নির্মাণ করছে। জানা যাচ্ছে, ডালিয়ান জিনঝোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি কৃত্রিম দ্বীপে নির্মিত হবে।এই কৃত্রিম দ্বীপে যে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে তা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে ১২.৪৮ বর্গকিমি এবং জাপানের ওসাকা বিমানবন্দরের চেয়ে ১০.৫ বর্গকিমির চেয়ে বড়। তবে উভয় বিমানবন্দরই এই কৃত্রিম দ্বীপেই তৈরি।
অবস্থানের কারণে, ডালিয়ান উত্তর-পূর্ব চীনের একটি গুরুত্বপূর্ণ শহর। এই বন্দর নগরী দিয়েই মূলত জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের বাণিজ্য হয়। জনসংখ্যার ভিত্তিতে ডালিয়ান এগিয়ে। প্রায় ৬০ লক্ষের বেশি। আর তাই প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়াতে এবং আঞ্চলিক পরিবহন কেন্দ্র হিসাবে ডালিয়ানকে প্রাধান্য দেওয়ার জন্য, ড্রাগন দেশটি শহরের কাছে কৃত্রিম দ্বীপে একটি বিমানবন্দর তৈরি করতে চায়।
কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রাথমিকভাবে ৪ কোটি ৩০ লক্ষ যাত্রী বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। পরবর্তীতে এই সংখ্যা বার্ষিক আট কোটিতে বৃদ্ধি পাবে। বিমানবন্দর তৈরিতে ৭৭ হাজার বর্গমিটার জমি পুনরুদ্ধার করার জন্য আগস্টে কাজ শুরু হয়েছিল। টার্মিনাল ভবনের শিলান্যাস পরিকল্পনাও শুরু হয়েছে বলে জানা গেছে।
আগে থেকেই একটি বিমানবন্দর রয়েছে ডালিয়ানে। এটি কয়েক দশক আগে তৈরি করা হয়েছিল। তখন শহরটি জাপানিদের দখলে ছিল। তবে নতুন বিমানবন্দর সবদিক থেকেই পুরনো বিমানবন্দরের চেয়ে উন্নত হবে বলে অনেকের ধারণা। তবে কিছু বিশেষজ্ঞদের একাংশ বিমানবন্দরটিকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা মনে করেছেন, নতুন বিমানবন্দরটির আশেপাশে পাহাড় দিয়ে ঘেরা, তাই প্রতিকূল পরিস্থিতিতে বিমানচালকের সমস্যা হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের সময় বিমান অবতরণে বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।