নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলের তরফে আজ বৃহস্পতিবার দ্বিবার্ষিক কনসার্টের আয়োজন করা হয় ইজেডসিসি অডিটোরিয়ামে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ওই স্কুলের ডিরেক্টর প্রিয়াঙ্কা চোপড়া, স্কুলের প্রিন্সিপাল অনিল শ্রীবাস্তব, প্রধানশিক্ষিকা মম চট্টোপাধ্যায়। এছাড়াও স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৩ সালে। পড়াশোনার দিক থেকে শ্রেষ্ঠত্ব এবং সামগ্রিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরেই যা পরিচিতি লাভ করেছে। সমাজের প্রতি ইতিবাচক মনোভাব, দায়িত্বপরায়ণ চরিত্র গঠন করার পাশাপাশি স্কুলটি আধুনিক উচ্চমানের শিক্ষা প্রদান করে চলেছে। পাশাপাশি একজন শিশুর মধ্যে সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার জন্য সহ-পাঠক্রমিক কার্যাবলী এবং মূল্যবোধের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়।
মনস্তাত্ত্বিকদের মতে, দিনের পর দিন পড়াশোনার চাপ বাড়ছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের মস্তিষ্কে চাপ বৃদ্ধির ফলে তাদের বৌদ্ধিক বিকাশ ঘটছে ঠিকই, কিন্তু শারীরিক বিকাশ ঘটছে না। এরজন্য প্রয়োজন সহ-পাঠক্রমিক কার্যাবলীর। কিন্তু এখন পড়াশোনার চাপের ফলে সহ-পাঠক্রমিক কার্যাবলীর প্রতি মনোযোগী হতে পারছে না কেউই। এই কারণে এখন পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটি স্কুলে সহ-পাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে প্রতিবছর একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেক ছাত্র-ছাত্রী নাচে-গানে-নাটক প্রভৃতি কার্যাবলীতে অংশগ্রহণ করে।
প্রথমে মিস্টার নিখিল বিশ্বাসের উদ্বোধনী ভাষণ দিয়ে অনুষ্ঠানটি হয়। এরপর ওই স্কুলের সেক্রেটারি ও অ্যাডমিনিস্ট্রেটর অজয় চোপড়া, অ্যাকাডেমী ডিরেক্টর মিসেস প্রিয়াঙ্কা চোপড়া, অধ্যক্ষ মিস্টার অনিল শ্রীবাস্তব, হেড মিস্ট্রেস মিসেস মম চট্টোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান শুরু করেন। এছাড়াও এই অনুষ্ঠানটিতে ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যরাও উপস্থিত ছিলেন।
নৃত্যের গুরু নটরাজকে শ্রদ্ধা জানাতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি অসাধারণ নৃত্য উপস্থাপনা সকলের মন জয় করে নেয়। ৩য় ও ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা পরিবেশন করে ইংরেজি নাটক ‘Beauty The Best’। ১ম ও ২য় শ্রেণির ছোট্ট ছাত্রছাত্রীরা তুর্কী নাচ পরিবেশন করে দর্শকদের আনন্দিত করে। এছাড়াও সদ্য প্রয়াত নট ও নাট্যকার মনোজ মিত্রের ‘বাঞ্ছারামের বাগান’ পরিবেশন করে ছাত্র-ছাত্রীর তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। যা দর্শকদের মন জয় করে নেয়। একটি হিন্দি নাটকও পরিবেশিত হয় ‘Anth Ka Prarambh 1857’। এছাড়া কৈলাস মন্দিরের ওগো অনুকরণে একটি চিত্রিত নৃত্য পরিবেশন করে ষষ্ঠ থেকে দ্বাদশ ক্লাসের ছাত্রছাত্রীরা। উৎসবের মরশুমে যাত্রা শুরু করার জন্য পরিবেশিত হয় ‘Medley of Christmas Carols’। সবশেষে স্কুলের গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।