দেহে কালশিটের দাগ! তবে কি পুলিশের মারধরেই আসামীর মৃত্যু?

জেলা দেশ

নিজস্ব প্রতিনিধি: কাস্ট সার্টিফিকেট জাল করা এই বিষয়টা এখন নতুন নয়। সম্প্রতি কাস্ট সার্টিফিকেট জাল করে প্রতারণা করার অভিযোগে নদীয়ার হরিপাড়ার বাসিন্দা বছর ৫৬’র দেবনাথ কে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন সেই আসামী শারীরিক অসুস্থতা বোধ করে। এরপর তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎিসার জন্য ভর্তি করা হয়। কিন্তু পরবর্তীতে বিকেল সাড়ে চারটে নাগাদ তার মৃত্যু ঘটেছে বলে খবর সূত্রে জানা যায়।

পাশাপাশি আরো জানা গিয়েছে সেই আসামীর দেহে একাধিক কালশিটের দাগ রয়েছে। আসামীর গায়ে কালশিটের দাগ দেখে প্রশ্ন উঠছে- তবে কি পুলিশি হেফাজতে থাকাকালীন মারধরের ফলে তার মৃত্যু ঘটেছে? মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর কারণ সঠিক ভাবে উদঘাটনের জন্যে দেহটি ময়না তদন্তের জন্যে আরজিকর হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোফসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।