প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বয়স হয়েছিল ৮৯

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো, হরিয়ানা: প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। বয়স হয়েছিল ৮৯। শুক্রবার সকালে গুরুগ্রামে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। ওমপ্রকাশ চৌতালা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের(INLD) প্রধান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে INLD দলের এক মুখপাত্র।
১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন ওমপ্রকাশ চৌতালা। তাঁর বাবার হাত ধরেই সর্বপ্রথম রাজনৈতিক মহলে প্রবেশ। তাঁর বাবা ছিলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী চৌধুরী দেবীলাল। তাঁর হাত ধরেই হরিয়ানার জাঠ সম্প্রদায় রাজনীতি শুরু হয়। তাঁর বাবার মৃত্যুর পর জাঠ সম্প্রদায়ের রাজনীতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ওমপ্রকাশ। তাঁর মৃত্যতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন ‘হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার প্রয়াণে আমি শোকস্তব্ধ।’
হরিয়ানা রাজনীতিতে ওমপ্রকাশের দাপট ছিল নজরকাড়া। আইএনএলডি দলের ৭ বারের বিধায়ক তথা হরিয়ানার ৫ বারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ওমপ্রকাশ ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। অবশেষে তিনি ১৯৯১ সালে লোকসভা নির্বাচন হেরে গিয়ে তাঁর রাজনৈতিক যাত্রা শেষ করেন। কিন্তু তিনি তখনও হাল ছাড়েন নি। পরবর্তীতে ১৯৯৯ সালে তিনি হরিয়ানায় বিজেপির সহায়তায় সরকার গঠন করেন। ২০০৫ এ তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হন।