অফার করলেন নিজের ‘স্তন্যদুগ্ধ’, ভাইরাল তরুণীর ভিডিও

আন্তর্জাতিক বিনোদন স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো, অষ্ট্রেলিয়া: এই মুহূর্তে নেট পাড়ায় বেশ শোরগোল ফেলেছে একটি ভিডিও। আজকাল তো ইন্টারনেটে কত কিছুই ভাইরাল হয়। একজন ইনফ্লুয়েন্সার সারা স্টিভেনশন নামে ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে একটি বোটে জলে ভাসার সময় তিনি সকলকে নিজের স্তন্যদুগ্ধ অফার করছেন। যাকে তিনি তা অফার করছেন তা কেউ গ্রহণ করছেন আবার কেউবা প্রত্যাখ্যান করছেন। এমনকি সেই বোটে উপস্থিত তাঁর স্বামী ও পুত্রকেও তিনি তা অফার করেন কিন্তু তাঁরা তা প্রত্যাখ্যান করেন। ভিডিওটি দেখে বিভিন্ন নেটিজেনরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। মাতৃদুগ্ধ যেকোন সদ্যোজাত শিশুর কাছেই প্রধান ও আবশ্যিক খাদ্য। চিকিৎসকরাও মাতৃদুগ্ধের ওপরেই বেশি জোর দেন। কিন্তু এই ভিডিওতে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। কি কারণে এই তরুণী এই কাণ্ড ঘটালেন তা বুঝে উঠতে পারছেন না। নেটিজেনরা।

https://www.instagram.com/reel/DDoaA_vzsb0/?utm_source=ig_web_copy_link

ভিডিওটি সারা ইনস্টাগ্রামে পোস্ট করার পর একজন লিখেছেন, ‘যারা আপনার টাটকা স্তনদুগ্ধ পান করতে অনিচ্ছুক, তাঁদের কি সত্যিকারের বন্ধু বলা যায়? আমি ও আমার কাজের টিম কী একটু বেশিই ঘনিষ্ঠ? তাঁকে ট্যাগ করুন যাকে আপনি আপনারটি পান করাতে চান। বলে রাখা ভালো, এটা কিন্তু সত্যিই সুস্বাদু।’ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বোটে রয়েছেন সারা। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর টিমের লোকজন। সেখানে উপস্থিত ছিলেন তাঁর নিজের ছেলে ও স্বামী। তিনি একটি ব্রেস্ট পাম্পের সাহায্যে স্তন্যদুগ্ধ বের করে গ্লাসে গ্লাসে তা পৌঁছে দিচ্ছেন সকলের কাছে। তাঁর স্বামী ও বড় ছেলে তা পান করতে রাজি হননি। আবার কেউ কেউ ঔৎসুক্য নিয়েই তা পান করছেন।

এমন ভিডিও যে দ্রুত ভাবে ভাইরাল হবে সেটাই স্বাভাবিক। নানা নেটিজেনকে নানা ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে। একজন যেমন লিখছেন, ‘আমি তো সকালের চায়ের সঙ্গে এটা মিশিয়ে খেয়ে দেখেছি।’ অন্য একজনকে লিখতে দেখা যাচ্ছে, ‘আমি আমার তিনজন সন্তানকে স্তন্যপান করিয়েছি। কিন্তু নিজে কখনও খেয়ে দেখিনি।’ আবার আরেকজনের মন্তব্য, ‘আমি একবার এক মিষ্টি খুদের সিরিয়াল মেশানো স্তনদুগ্ধ পান করে দেখেছিলাম। চমকে গিয়েছিলাম যে সেটি এমন সুস্বাদু হতে পারে দেখে।’

ভিডিও দেখে একজন আবার জানাচ্ছেন, ‘জানি, সবই প্রকৃতির দান। কিন্তু আপাতভাবে কেমন যেন এই ব্যাপারটাকে বন্য বলেই মনে হচ্ছে।’