ছাত্রদের বাহারি চুলের ছাঁট! অভিভাবকদের সঙ্গে বৈঠকে হাজির সেলুন মালিকরাও

জেলা শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কালনা: লাল, বেগুনি, বাদামি রঙের চুল! আধুনিকতার ছোঁয়া লাগতেই পড়ুয়াদের মুখে এখন সব আধুনিক ছাঁটের নাম সঙ্গে রঙ বেরঙের চুল। বিভিন্ন রঙের নানা ছাঁটে চুল কেটে স্কুলে আসছে পড়ুয়ারা!

তাই এবার ছাত্রদের জন্য কড়া পদক্ষেপ নিল পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত অভিভাবকদের নিয়ে বৈঠক করলেন স্কুল কর্তৃপক্ষ। সেখানে ডাকা হয় এলাকার নাপিতদেরও।

পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ৩হাজারের বেশি পড়ুয়া রয়েছে। ২০১৩ সালে, এই বিদ্যালয়ের পড়ুয়ারা রাজ্যে মাধ্যমিকে প্রথম হয়। ২০১৭ সালে স্কুলটি দেশের সেরা স্কুল হিসাবে স্বীকৃত। খেলাধুলা ও সংস্কৃতিতে এই বিদ্যালয় যথেষ্ট প্রশংসনীয়। এই স্কুলটি বৃহস্পতিবার একটি ‘অভিভাবক সভার’ আয়োজন করে৷ এর আগেও স্কুলটি এই কেশবিন্যাসের কথা উল্লেখ করে তা যাতে না হয়, সেই বিষয়ে সচেতন করা হয়। অধিকাংশ অভিভাবকই স্কুলের এই উদ্যোগে খুশি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘এদিন বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, শৃঙ্খলা ইত্যাদি বিষয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে অভিভাবক এবং নাপিতদেরও আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও এদিন কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কারক, বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্মের দেড়শো বছর পূর্তি উপলক্ষে তাঁকে স্মরণ করা হয়।’