নিউজ পোল ব্যুরো, জার্মানি: আর মাত্র ৪ দিন পরেই বড়দিনের উৎসব শুরু। অন্যান্য দেশের মত ক্রিসমাসের আনন্দে মেতে উঠতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল জার্মানি। কেনাকাটা করতে ব্যস্ত ছিল মানুষ। কিন্তু তার মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জার্মানির ম্যাগডেবার্গ শহরের ঘটনা। ঘটনায় এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।
সূত্রের খবর, জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ শহরে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে। তখন ক্রিসমাস মার্কেটে প্রচুর ভিড়। সবাই কেনাকাটায় ব্যস্ত। এই সময়ে বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের BMW। পুলিশ জানিয়েছেন, গাড়িটি টাউন হল স্কোয়ারে পৌঁছানোর আগে অন্তত ৪০০ মিটার এগিয়ে যায়। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন বহু মানুষ। কিছুক্ষণ পর পুরো রাস্তা রক্তে ভেসে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ৬৮ জন।
কেন এমন ঘটনা তা জানতে জার্মানির পুলিশ ধৃতকে জেরাও শুরু করেছে। তবে তদন্তকারীদের প্রাথমিক ধারনা, এই ঘটনা নিছকই সাধারণ দুর্ঘটনা নয়, ঘটনার পিছনের নাশকতার যোগ আছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বড়দিনের আগে এই ঘটনায় স্বভাবতই জার্মানির মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
এভাবে গাড়ি চালিয়ে হামলা চালানোর ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৬ সালে জার্মানির বার্লিনে এভাবেই ক্রিসমাসের আগে ১২ জনের মৃত্যু হয়েছিল। আর ওই বছরেরই জুলাই মাসে ফ্রান্সের নাইসে একই কায়দায় হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৮৬ জনের।