কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির হাতে নতুন অস্ত্র!

breakingnews অপরাধ দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো, নয়াদিল্লি: ফের অস্বস্তিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে বিধানসভা ভোটের ঠিক আগেই উপরাজ্যপালের এক অনুমতিকে ঘিরে মহা বিপদে পড়লেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ইডিকে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন দিল্লির উপরাজ্যপাল  ভিকে সাক্সেনা। যা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু আপের অভিযোগ, অনুমোদনের বিষয়টি মিথ্যে রটনা। কেজরির দল দাবি জানিয়েছে ইডি উপরাজ্যপালের অনুমোদনপত্র প্রকাশ্যে আনার জন্য।

আবগারি দুর্নীতি মামলায় ইডি হাজির হয়েছিল সুপ্রীম কোর্টে আর্থিক তছরুপের তদন্তের জন্য। এরপর সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি সূত্রে খবর মিলেছে, শনিবার সেই অনুমোদন পাওয়া গেছে। কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠছে কেন প্রয়োজন পড়ল এই অনুমোদনের?

প্রসঙ্গত, ৬ নভেম্বর সুপ্রিম কোর্ট জানায় রাজ্য সরকারের সম্মতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা যাবে না। গত ৫ ডিসেম্বর ইডি আবেদন করে উপরাজ্যপালের অনুমতির জন্য। কারণ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হয় সিবিআই ও পুলিশের। যদিও এর থেকে বাদ ছিল তদন্তকারী সংস্থা ইডি। পরবর্তীকালে এই তালিকায় আনা হয় তাদেরও। সেই কারণেই গত ৫ ডিসেম্বরে উপরাজ্যপালের কাছে আবেদন করে ইডি। উপরাজ্যপালের অনুমতির পর দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, ‘আমরা আগেই বলেছিলাম যে আবগারি দুর্নীতিতে যুক্ত কেজরি কমিশন নিয়েছেন। তদন্ত যত এগোবে তত ফাঁদে পড়বেন আপ প্রধান। দিল্লিকে ধ্বংস করেছেন উনি। কোটি কোটি টাকা লুঠ করেছেন। আমরা স্বাগত জানাই এই তদন্তকে।’

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশীর বক্তব্য, ইডি যদি উপরাজ্যপালের অনুমতি পেয়ে থাকে, তবে তা প্রকাশ্যে আনুক। মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের খবর ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্র বন্ধ করুক বিজেপি। সত্যিটা সামনে আসুক।’