নিউজ পোল ব্যুরো: শোকের ছায়া নেমে এসেছে WWE জগতে। প্রয়াত হলেন মেক্সিকান কুস্তিগীর রে মিস্টিরিও সিনিয়র। তিনি WWW তারকা রে মিস্টিরিও জুনিয়রের কাকা। WWE বিশ্বে তিনি ছিলেন অন্যতম প্রধান স্তম্ভ। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৭৬ সালের রেসলিংয়ে পেশাদার কেরিয়ার শুরু করেন রে মিস্টিরিও সিনিয়র। WWE জগতে একাধিক খেতাব আছে তাঁর ঝুড়িতে। প্রায় তিন দশক ধরে তিনি এই খেলায় রাজত্ব করেছিলেন। তাঁর লড়াই করার টেকনিক বেশ আলাদা ছিল। রে মিস্টিরিও সিনিয়রের দৈহিক উচ্চতা খুব বেশি ছিল না কিন্তু তিনি ‘দ্য গ্রেট খলি’ এবং জন সিনার মত প্রখ্যাত কুস্তিগীরের সঙ্গে চোখে চোখে লড়াই করতেন। তিনি WWE চ্যাম্পিয়নশিপ জয় করার পাশাপাশি দু’বার হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়েছেন।
প্রসঙ্গত, রে মিস্টিরিও জুনিয়র এরই মধ্যে WWE দুনিয়ায় ‘বেতাজ বাদশা’ হয়ে উঠেছেন। সব থেকে বড় কথা নিজের ভাইপো অর্থাৎ রে মিস্টিরিও জুনিয়রকে তিনি এই খেলায় নিয়ে আসেন। কিন্তু ঠিক কারণে তাঁর মৃত্যু হয়েছে সেই ব্যাপারে কিছুই জানা যায়নি। সোশ্যাল মিডিয়া থেকে জানা যায়, এক সপ্তাহ আগেই তাঁর ভাই রবার্ট গুতিয়েরেজ মারা গিয়েছিলেন। তবে এ কথা বলা যায়, তাঁর প্রয়াণে WWE জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আশা করা যায় মিস্টিরিও সিনিয়রের এই অবদান আগামীদিনে WWE খেলাকে আরও সমৃদ্ধ করবে