নিরাপদ নয় বাড়িও! সাত বছরের নাবালিকাকে অপহরণ

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো, মালদহ: এখন বাড়িও নিরাপদ নয়। বাড়ির সামনে খেলছিল সাত বছরের এক নাবালিকা। হঠাৎই তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অপরিচিত বাইক বাহিনীর বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে। খবর পেয়ে সেখানে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, দুই দুষ্কৃতী বাইকে করে এসে সেই নাবালিকাকে তুলে নিয়ে যায়। দুষ্কৃতীদের মুখ হেলমেট দিয়ে ঢাকা থাকায় তাদের কাউকেই ভালোভাবে দেখতে পায়নি স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার সকালে সাত বছরের সেই নাবালিকা তার বাড়ির সামনে খেলা করছিল। নাবালিকার নাম আফরোজা খান। হঠাৎই তার বাড়ির সামনে বাইক নিয়ে হাজির হয় দুই দুষ্কৃতী। তাঁদের মাথায় ছিল হেলমেট। বাড়ির সামনে বাইক থামিয়ে সাত বছরের আফরোজাকে তুলে নিয়ে যায় তারা। ছোট্ট আফরোজার চিৎকার শুনে সেখানে হাজির হয় আশেপাশের লোকজন কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা তাকে নিয়ে পালিয়ে যায়। সাত বছরের আফরোজাকে কে বা করা অপহরণ করেছে সে নিয়ে কিছু ঠাওর করতে পারছেন না তার মা মালা বিবি ও বাবা রাজু শেখ।

সাতসকালের এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি করেছে সালালপুর গ্রামে। আফরোজার মা ও পরিবারের অন্য সদস্যেরা কেঁদে আকুল। পুলিশের কাছে তার বাবা মা আর্জি জানিয়েছে আফরোজাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার। প্রাথমিকভাবে বাইক আরোহীদের চিহ্নিত করে তারা কোথায় নাবালিকাকে নিয়ে গিয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে অপহরণকারীরা এখনও পর্যন্ত কোনও ফোন করে মুক্তিপনের দাবি করেনি। পরিবারকে সর্বদা সতর্ক থাকার কথা বলেছে পুলিশ। কোনও মুক্তিপণ চাওয়ার ফোন এলে সে বিষয় নজর রাখতে বলেছে পুলিশ পরিবারের লোককে। সেই নম্বরকে ট্র্যাক করে অপহরণকারীদের খোঁজ পাবে বলে মনে করছে পুলিশ।