নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: আ্যপের কায়দায় ভুয়ো ওয়েবসাইট তৈরি করে নৈহাটির বড়মার অনলাইনে পুজোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। নৈহাটির পুজো কমিটির তরফ থেকে শুক্রবার নৈহাটি থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পেয়ে নৈহাটি থানার পুলিশ তল্লাশি চালিয়ে হুগলির রিষড়া ষষ্ঠীতলার বাড়ি থেকে এক ব্যক্তি গ্রেফতার করে। ধৃতের নাম সুরজিৎ কুণ্ডু। শনিবার ওই ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কয়েকদিন ধরেই এই প্রতারণার কাজ চালাচ্ছিল। কত টাকা প্রতারণা করেছে তা জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের ফোন, ল্যাপটপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, ‘অনলাইনে আমাদের পুজো দেওয়ার অফিসিয়াল অ্যাপের নাম ‘জয় বড়ো মা’। গুগল প্লে স্টোরে গিয়ে তা পাওয়া যাবে।’
উল্লেখ্য, চলতি বছরে ১০১ তম বর্ষের বড়ো মা’র পুজোয় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। রাজ্য ছাড়িয়ে বিদেশ থেকেও মানুষের আগমন ঘটেছে। দূর দূরান্ত থেকে মানুষের পুজোর সুবিধার জন্য জয় বড়ো মা অ্যাপ চালু করেছে নৈহাটি পুজো সমিতি। অনলাইনে অফিশিয়ালি এই আ্যপের মাধ্যমে পুজো দিতে গেলে প্রণামী বাধ্যতামূলক নয়।
পুজো সমিতির সূত্রে জানা যায়, অভিযোগ যাচাই করতে সমিতির সদস্যরা ওয়েবসাইট খুলে দেখেন, বড়ো মা’র অসংখ্য ছবি পোস্ট করা হয়েছে ওয়েবসাইটে। সাধারণ মানুষ এক ঝলকে দেখলে বুঝতে পারবেন না ওয়েবসাইটটি ভুয়ো না আসল। ওয়েবসাইটের মাধ্যমে পুজো দিতে হলে নাম, ঠিকানা, গোত্র প্রভৃতি পূরণ করে ১জনের জন্য পুজো দিতে ১ হাজার ১ টাকা, পরিবারের পুজো দিতে ২ হাজার ৫০১ টাকা ও ভোগসমেত পুজো দিতে হলে ৫ হাজার ১ টাকার অপশন রয়েছে ওই ওয়েবসাইটে।