৯/১১ ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রাশিয়ার কাজানে ৯/১১-র ধাঁচে হামলা। যদিও এই হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাশিয়ার কাজান শহরে হামলা চালাল আটটি মানুষহীন আকাশযান।

জানা যায়, ২০০১ সালে ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল-কায়েদা। বহুতল ভবনের পেটে আত্মঘাতী বিমান প্রবেশের দৃশ্য দেখে হতবাক হয় গোটা বিশ্ব। এই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। আহত হন প্রায় ৬ হাজার। সেই ভয়ানক গল্পের ভীতি আবার রাশিয়াকে মনে করিয়ে দিল। তবে এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু বিমান দুর্ঘটনার পর বাড়িগুলো খালি করা হয়। স্কুল, কলেজ ও বিমানবন্দরও বন্ধ ছিল। মাটির নিচের সুড়ঙ্গে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সব মিলিয়ে তৈরি হয়েছে আতঙ্ক।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই হামলা চালানো হয়েছে ২০০১ সালে ১১ সেপ্টেম্বর মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল-কায়েদার হামলার ধাঁচে। ফলস্বরূপ, রাশিয়ার এই ঘটনাটি সেই ভয়াবহ দিনের স্মৃতি ফিরিয়ে আনে। কাজান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলার পর বিমানের আগমন ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউক্রেনের ৮টি ড্রোন হামলায় যথারীতি আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে রাশিরায় কাজান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। ঘটনার জেরে কাজানের উত্তর-পূর্ব দিকে অবস্থিত ঝেভসকা বিমানবন্দরেও অস্থায়ীভাবে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।