দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি, দু’দিনের সফরে কুয়েত গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দু’দিনের সফরে শনিবার কুয়েত পৌঁছেছেন। সেখানকার আমীর শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবা-র আমন্ত্রণেই তাঁর এই সফর। কুয়েতের পৌঁছনোর পরে ভারতীয় প্রবাসী সদস্যরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, গত ৪৩ বছরে এটাই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর কুয়েত সফর। এদিন কুয়েত রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, ‘কুয়েতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে ভারত যথেষ্ট গুরুত্ব দেয়। উভয় দেশ শুধু শক্তিশালী বাণিজ্য সম্পর্কের অংশীদারই নয়। পশ্চিম এশিয়ায় শান্তি নিরাপত্তা, সুস্থিতি এবং সমৃদ্ধির ক্ষেত্রে দু’দেশের অভিন্ন স্বার্থ জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, ‘কুয়েতের যুবরাজের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ তাঁর এই সফর দু’দেশের বিশেষ মিত্রতার সম্পর্ককে আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।