নিউজ পোল ব্যুরো, নয়াদিল্লি: শনিবার নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে রেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৬৯ তম অতিবিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করেন। এদিন অসাধারণ অবদানের জন্য ১০১ জন কর্মচারী এবং আধিকারিক এই সম্মান পান।
নতুন দিল্লিতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের ভাষণে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ১০ বছরে ভারতীয় রেলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন।
তিনি রেলওয়ের কর্মচারী ও আধিকারিকদের রেলের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, গুণমান ও প্রশিক্ষণ বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।