মৌমিতা সানা, বেলুড়: আজ রবিবার সকাল থেকেই বেলুড় মঠে সাড়ম্বরে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে বেলুড় মঠে এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড়।
এদিন ভোর ৪টে ৪৫মিনিটে শ্রী শ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে মূল অনুষ্ঠান। এর পাশাপাশি এদিন বেলুড় মঠে দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একদিকে যেমন মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান, ভজন, মাতৃ সংগীত শ্রী শ্রী মায়ের কথা, পদাবলী, কীর্তন, গীতনাট্য, বাউল গান ও ভজন। বেলা ১১ টা থেকে ২টো পর্যন্ত প্রসাদালয়ে প্রসাদ বিতরণ। সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে আজ শ্রীশ্রী মায়ের ১৭২ তম জন্মদিনের পরিসমাপ্তি ঘটবে সন্ধ্যায়।