নিউজ পোল ব্যুরো, কলকাতা : এবার রাজ্যে চালু হতে চলেছে টেলিস্ট্রোক পরিষেবা। যা স্ট্রোক আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি স্থানীয় হাসপাতালে টেলিস্ট্রোকের পরিষেবা চালু করা হচ্ছে। এর ফলে গোল্ডেন আওয়ারের মধ্যে উন্নত চিকিৎসা পদ্ধতি পাওয়া যাবে না।
গবেষণায় দেখা গিয়েছে, স্ট্রোক আক্রান্ত রোগীদের সাড়ে চার ঘণ্টার মধ্যে থ্রম্বোলিসিস এবং থ্রমবেকটমি চিকিৎসা করানো অত্যন্ত জরুরি। রোগীর এই সাড়ে চার ঘন্টা সময়টাকেই ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্থানীয় হাসপাতালে উন্নত চিকিৎসা পদ্ধতি না থাকায় রোগীদের বড় হাসপাতালে রেফার করা হয়। এতে তাঁর মূল্যবান সময় অনেকটাই নষ্ট হয়ে যায়।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে চালু হওয়া পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পোর্টালের টেলিমেডিসিন পরিষেবা থেকেই টেলিস্ট্রোক পরিষেবা প্রসারিত হয়েছে। বর্তমানে ৯টি মেডিক্যাল কলেজে টেলিস্ট্রোক পরিষেবা আসলে টেলিমেডিসিনের একটি উন্নত রূপ। এর মাধ্যমে মহকুমা হাসপাতাল বা যে কোনও স্বাস্থ্যকেন্দ্র থেকে স্ট্রোক আক্রান্ত রোগীর ডিটেলস দ্রুত বড় হাসপাতালে পাঠানো যায়। রোগীর রিপোর্ট দ্রুত পৌঁছে যাওয়ায় চিকিৎসার সময়সীমা অনেক কমে আসে এবং রোগীর সুস্থতার সম্ভাবনা বৃদ্ধি পায়।
এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ স্থানীয় হাসপাতালেই বিশ্বমানের চিকিৎসা পাবেন। রোগীকে রেফার করার প্রবণতা কমবে এবং চিকিৎসার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ৩২টি হাসপাতাল পর্যন্ত এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি জেলাতেই অন্তত একটি হাসপাতালে টেলিস্ট্রোক চিকিৎসা চালু করা হয়েছে।