নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই ফের দুর্ঘটনা কলকাতার মা উড়ালপুলে। রবিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মা ফ্লাইওভারের থেকে নীচে পড়ে মৃত্যু হল দুই বাইক আরোহীর। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে এই বাইক দুর্ঘটনা।
মৃত দুই যুবকের নাম দানিস আলম(১৮) ও অনিশ রানা(১৯)। দুই যুবকই থাকে বউবাজার এলাকায়। দুর্ঘটনার দিন সকালে দানিস তার দাদার বাইক নিয়ে বেরিয়েছিল। তার সঙ্গে ছিল অনিশ। কিন্তু দু’জনের কেউই আর বাড়ি ফিরতে পারল না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক চালকের মাথায় হেলমেট ছিল কিন্তু আরোহীর মাথা ফাঁকা ছিল। ফলে উঁচু জায়গা থেকে পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে দু’জনের। বাইকটি নীচে পড়ার সঙ্গে সঙ্গে প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। দুই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা ওই দুই যুবককে মৃত বলে জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসছিল বাইকটি। মা উড়ালপুলে পরমা আইল্যান্ডের কাছে একটি বাঁক আছে। সেখানেই সজোরে গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই দু’জন বাইক সমেত উড়ালপুল থেকে নীচে পড়ে যান। পুলিশের অনুমান বেপরোয়া গতিতে চলছিল বাইকটি এবং বাঁকের মুখে গতি নিয়ন্ত্রণ করতে না পারার দরুণ ধাক্কা মারে গার্ডওয়ালে।
উল্লেখ্য, বেপরোয়া গতির জেরে মা উড়ালপুলে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বাইক ও অন্য গাড়ি। গতির বিষয়ে বারবার চালকদের সতর্ক করার পরেও কমছে না দুর্ঘটনা।