“মন্দিরের কিছু নির্দিষ্ট নিয়ম আছে”… তা না মানায় ক্ষুব্ধ বৃন্দাবনের বাঁকে মন্দিরের কর্তৃপক্ষ
নিউজ পোল ব্যুরো,উত্তরপ্রদেশ: মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, রাত পোশাকের মতন পোশাক গুলি মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। মন্দিরের ভক্তদের ভদ্র পোশাক পড়ে আসার নির্দেশ দিয়েছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের কর্তৃপক্ষ। ভক্তদের এমন পোশাক দেখে তাঁরা বেজায় ক্ষুব্ধ।
বাঁকে বিহারী মন্দিরের কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, রাত পোশাক পড়ে মন্দিরের ভিতর প্রবেশ করা যাবে না। এই পোশাকগুলির জন্য মন্দিরের পবিত্রতা ও মর্যাদা দুই-ই নষ্ট হয়। আপনারা ভদ্র পোশাক পড়ে মন্দিরে প্রবেশ করুন। এটা আমাদের অনুরোধ।’
মন্দির কর্তৃপক্ষ আরও জানান, ‘ভক্তদের মন্দিরের ঐতিহ্য ও মর্যাদাকে সম্মান করা উচিৎ। সব জায়গার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সবারই সেই নিয়ম মেনে চলা উচিৎ।’
ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ভিড় জমান হাজার হাজার ভক্ত। ভিনরাজ্য থেকে তো বটেই তার পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন বেশ কিছুদিন ধরে ভক্তরা যেকোন ধরণের পোশাক পড়ে মন্দিরে প্রবেশ করছেন! রাত পোশাক, মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, এই সকল পোশাকই পড়ে আসছেন ভক্তরা। বিশেষ করে অন্যান্য রাজ্য থেকে যে সকল ভক্তরা আসছেন তাঁদের মধ্যেই এমন ধরণের পোশাক পড়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই মন্দিরের নির্দিষ্ট কিছু নিয়মের কথা বলা হয়েছে। এই নিয়ে বৃন্দাবনের রাস্তায় হোর্ডিংও দেওয়া হয়েছে।
দেশের জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি হল বৃন্দাবনের বাঁকে মন্দির। এই মন্দিরে রয়েছে রাধা-কৃষ্ণের বিগ্রহ। এই মন্দিরে তাঁদের সম্মিলিত রূপ পূজিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই মন্দিরে। কিন্তু এবার থেকে মন্দিরে যাওয়ার আগে ভক্তদের পোশাকের দিকে খেয়াল রেখে ‘ভদ্র’ পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে।