নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি উপলক্ষে বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে ভোর চারটে থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভোর বেলায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় দিন। পরে ষোড়শ উপচারে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়।
এছাড়াও বিশেষ পুজোর পাশাপাশি মহাযজ্ঞের আয়োজন করা হয়। প্রায় ৪০ হাজার দর্শনার্থী ভোর থেকে মাকে এক ঝলক দেখবেন বলে উপস্থিত হন। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই মায়ের দর্শন পেতে সকাল থেকে মায়ের বাড়িতে আসেন। দুপুর আড়াইটার সময় কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ রাখা হয় আবার সাড়ে তিনটে থেকে সাধারণ মানুষের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয়।
অন্যদিকে, মায়ের বাড়ির উল্টো দিকে উদ্বোধন অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গে বিভিন্ন মঠ থেকে আগত মহারাজদের নিয়ে মায়ের ওপর বক্তৃতার আয়োজন করা হয়। এই দিন মায়ের কৃপা দর্শনের পর ভক্তদের হাতে প্রসাদ তুলে দেন মায়ের বাড়ির মহারাজরা। সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতির পর আজকে এই বিশেষ দিনে অন্য দিনের তুলনায় মন্দির কিছুটা বাড়তি সময়ের জন্য খুলে রাখা হবে। খালি বাগবাজারেই নয় শ্রী শ্রী মা সারদার জন্মভিটে জয়রামবাটি, বেলুড় মঠ সহ সব রামকৃষ্ণ মঠ ও মিশনে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়।