বকেয়া ডিএ সহ বিভিন্ন দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার থেকে হাওড়ার মন্দিরতলায় নবান্নের কাছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা শুরু হল। বকেয়া ডি এ প্রদান, শূন্য পদে নিয়োগ সহ একাধিক ইস্যুতে এই ধর্ণা। চলবে আগামী মঙ্গলবার দুপুর পর্যন্ত। আন্দোলনকারীরা জানান তাঁরা তাঁদের দাবি নিয়ে শহীদ মিনারের পাদদেশে দু’বছর অবস্থান করেছেন। দু’বার অনশন করেছেন। কিন্তু সরকারের টনক নড়েনি। বারবার সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করা হয়েছে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। তাঁদের ইস্যুর সঙ্গে নতুন একটি দাবি যোগ হয়েছে। তা হল নারী সুরক্ষা।

সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে আজ থেকে এই অবস্থান হচ্ছে। আমাদের পাঁচজন প্রতিনিধির সঙ্গে মুখ্যসচিবকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে আদালত। আমরা আশাবাদী। তবে সরকারের সদিচ্ছার অভাব চোখে পড়ছে।সমাধানের রাস্তা না বের হলে আরও বড় আন্দোলন হবে আগামী জানুয়ারী মাসে।’ তাঁদের কর্মসূচিতে সবাইকে সামিল হবার আহ্বান জানানো হয় আজকের মঞ্চ থেকে।