মন্দিরা সরদার, হাওড়া: হাওড়ার সাঁকরাইল ব্লকের অন্তর্গত সারেঙ্গা রাস মেলায় সম্পন্ন হল ‘সহস্র কণ্ঠে গীতাপাঠ’। আয়োজক সারেঙ্গা রাস কমিটি। সাঁকরাইল ও মানিকপুর থানার সহযোগিতায় সম্পন্ন হয় এই অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন স্বামী ত্রিগুণানন্দ গিরি মহারাজ, স্বামী অক্ষয়ানন্দ সরস্বতী, অধ্যাপক ড. রজত চট্টোপাধ্যায় (মাতৃভূমি সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা), সুমনা পাল দত্ত (হাই কোর্টের আইনজীবী), অয়ন কুমার বারিকদার সহ বিশিষ্ট আরও অনেকে।
অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণীতে সাহায্য করেন কেষ্ট রায়, ভীষ্ম রায় সহ কমিটির অন্যান্য সদস্যরা।এদিন বিপুল মানুষের সমাগমে যেন আরও মনোমুগ্ধময় হয়ে ওঠে রাস মাঠ প্রাঙ্গণ। ভক্ত সমাগমে শ্রীমদ্ভগবদগীতা পাঠ উৎসবের শুরুতেই ছিল কচি কাঁচাদের বিশেষ নিবেদন। লালপাড় সাদা শাড়িতে কচিকাঁচাদের শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর একে একে আসন গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা।
মাঠ জুড়ে বসার জায়গা করা হয় গীতা পাঠে উপস্থিত আগ্রহী মানুষদের জন্য। সকলের মিলিত কণ্ঠে মাঠজুড়ে ধ্বনিত হতে থাকে গীতার পবিত্র বাণী। এদিন প্রথমবার তাঁদের এই নতুন উদ্যোগে সাড়া দেন বিপুল সংখ্যক ভক্তপ্রাণ মানুষ, বলে দাবি রাস মেলা কমিটির। এদিন অনুষ্ঠানে গীতা পাঠের পাশাপাশি দেশের সুখ শান্তির জন্য কামনা করেন সনাতন ধর্মের প্রতিনিধিরা। এ ছাড়াও এদিন অনুষ্ঠান শেষে মেলা কমিটির পক্ষ থেকে সকলের জন্য ছিল মিষ্টি মুখের ব্যবস্থা। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে প্রভুর ভোগ বিতরণ করেন তাঁরা।
এ বিষয়ে মেলা কর্তৃপক্ষের তরফে সভাপতি বলেন,’ভগবান শ্রীকৃষ্ণের মধুর মুখমিশ্রিত বাণী পাঠ হয়, সহযোগিতা করেন শ্মশান কালীবাড়ি রথতলা কমিটি ও গ্রামবাসীবৃন্দ, সাঁকরাইল ও মানিকপুর থানার পুলিশ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। উপস্থিত মহারাজ, সাধুবাবাদের ধন্যবাদ জানাই। তাপস নাথ, নির্মল পাল, অধ্যাপক ড. রজত চট্টোপাধ্যায় ( মাতৃভূমি সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা) সকলকে ধন্যবাদ জানাই। কার্যক্রম সম্পূর্ণ সুস্থভাবে সম্পন্ন হয়েছে। আমাদের সর্বোপরি
সব বিষয়ে সাহায্য করেছে আমাদের দিদি হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী সুমনা পাল দত্ত। আগামী বছর আমরা আরও বেশি সচেষ্ট হবো।’ আগামী দিনে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ আরও বেশি ভিড় জমাবেন মেলা প্রাঙ্গণে, সহস্র কণ্ঠ হাজার কণ্ঠে পরিণত হবে বলে আশাবাদী রাস মেলা কর্তৃপক্ষ।
অনুষ্ঠান শেষে বিশিষ্ট আইনজীবী সুমনা পাল দত্ত বলেন, ‘দেখলাম মানুষের অভূতপূর্ব সাড়া, খুব আন্তরিকভাবে সবকিছু করা হয়েছে, আশা করি আগামী দিনে হাজার ঊর্ধ্বে লক্ষাধিক কণ্ঠে যেন সবাই মিলিত হয়ে এই অনুষ্ঠান করতে পারব’।