অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগ, ১৮টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

অপরাধ কলকাতা জেলা দেশ প্রযুক্তি বিনোদন রাজনীতি রাজ্য শহর শিক্ষা

নিউজ পোল বিনোদন ডেস্ক, নয়াদিল্লি: অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগ ওঠায় ১৮টি ওটিটি অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। নোংরা, কুরুচিকর ভিডিয়ো দেখানোর কারণে ভারত সরকার ১৮টি অ্যাপকে নিষিদ্ধ করল। ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।

কোন কোন অ্যাপকে OTT Apps নিষিদ্ধ করা হল ?

২০২১ সালের নতুন তথ্য প্রযুক্তি আইন অনুসারে কেন্দ্রীয় সরকার অশ্লীল এবং কুরুচিকর ভিডিয়ো দেখানোর দায়ে এই সব অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখতে এমন বেশ কিছু অ্যাপকেও ব্লক করেছে সরকার। তথ্য সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগন রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বলেন, ‘কেন্দ্র সরকার ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনের অধীনে ১৮টি ওটিটি অ্যাপকে ব্লক করেছে। এই সমস্ত অ্যাপের মাধ্যমে অশ্লীল এবং পর্নোগ্রাফিক কনটেন্ট দেখানো হচ্ছিল। তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন অ্যাপ নিষিদ্ধ হল:

ড্রিম ফিল্মস
ভুভি
ইয়েসমা
আনকাট আড্ডা
ট্রাই ফ্লিকস
এক্স প্রাইম
নিওন এক্স ভিআইপি
বেশরমস
হান্টারস
র‍্যাবিট
এক্সট্রামুড
নিউফ্লিকস
মুডএক্স
মোজিফ্লিক্স
হট শটস ভিআইপি
ফিউজি
চিকুফ্লিক্স
প্রাইম প্লে

এইসব অ্যাপের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই অ্যাপগুলিকে শুধু ব্লক করাই নয়, বরং অ্যাপের মালিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অনুযায়ী অশ্লীল কনটেন্ট দেখানোর দায়ে মামলা দায়ের করা হয়েছে।

১৯৮৬ সালের ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন প্রোহিবিশন অ্যাক্ট অনুযায়ী তাঁদের নির্দেশ জারি করা হয়েছে এই সমস্ত অ্যাপ ব্লক করার জন্য। এর মধ্যে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলি ১ কোটিরও বেশি ডাউনলোড করা হয়েছে। এর মধ্যে দু’টি অ্যাপ প্লে স্টোর থেকে ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। আর এই প্ল্যাটফর্মগুলি তাঁদের ওয়েবসাইট ও সমাজমাধ্যমে দর্শক আকর্ষণের লক্ষ্যে ট্রেলার, কাট করা দৃশ্য ইত্যাদি দেখিয়ে প্রচুর অনুরাগী তৈরি করে ফেলেছে। যার ফলে এগুলির সমাজমাধ্যম অ্যাকাউন্টগুলিতে প্রায় ৩২ লক্ষেরও বেশি ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ১২টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ১৬টি এক্স হ্যান্ডল ও ১২টি ইউটিউব চ্যানেল রয়েছে। এই ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। #নিউজপোল, #OTT, #AppsBanned, #OTTBanned, #NewsPole