নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুব শীঘ্রই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। দীর্ঘ ৬ কিলোমিটারের এই মেট্রো পথ জুড়বে কলকাতা মেট্রোর সঙ্গে।
গত শনিবার এই মেট্রো রুটে প্রাথমবার ট্রায়াল রান চালায় মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষা মূলক বিমানবন্দর থেকে নোয়াপাড়া ট্রায়াল রান সফল ভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।
নিরাপদে মেট্রো চলাচলে প্রায় সব মাপকাঠিই পূরণ হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এরপর প্রয়োজনীয় ছাড়পত্র চলে আসলেই এই রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে।
শনিবারের মেট্রোর ট্রায়াল রানে হাজির ছিলেন মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার।
আজ সোমবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির মেট্রো কাজ তদারকি করার কথা রয়েছে।
এই নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে গেলে কলকাতা ও তার শহরতলির মানুষজনের কাছে খুব সহজেই কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পথ আরও সহজ হয়ে যাবে।