বক্সা ব্যাঘ্রপ্রকল্পে দোলাচলে পর্যটন, নিষেধাজ্ঞা বনদপ্তরের

জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:- শীতের ছুটিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের ভীড় জমে ওঠে। এই সময় বক্সার প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে এবং বাঘের দেখা পেতে হাজার হাজার পর্যটকেরা আসেন। কিন্তু এই বছর, পর্যটনের মরশুমের মধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে একটি বড় সমস্যা দেখা দিয়েছে। বনদপ্তর হটাৎ করেই বক্সার ভিতরে থাকা সমস্ত হোটেল, হোমস্টে,রেস্তোঁঁরা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, একেবারে সশরীরে গিয়ে নোটিশ সাঁটিয়ে এসেছেন সরকারি আধিকারিকেরা। এরপরই শুরু হয় আন্দোলন,সেই আন্দোলনের জেরেই আচমকাই সেই নির্দেশিকাকে খুলে দেন সরকারি আধিকারিকেরা। কিন্তু এভাবে নোটিশ খোলার কারণ পরিস্কার না হওয়ার জন্য় রীতিমতো বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
বন দফতরের দাবি, জাতীয় গ্রীন ট্রাইবুনালের একটি নির্দেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ী, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতরে কোনও ধরনের বাণিজ্যিক কার্যকলাপ চালানো যাবে না। কারণ, এই কার্যকলাপগুলি বনের পরিবেশের জন্য ক্ষতিকর। হটাৎ করে এই নির্দেশ আসায় বক্সায় আসা পর্যটকেরা বিপাকে পড়েছেন। অনেকেই আগে থেকে হোটেল বুক করে রেখেছিলেন। কিন্তু হোটেল বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করতে হচ্ছে।

বক্সার হোমস্টে’র ব্যবসায়ীরা এই নির্দেশের ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন। হেটেল, রেস্তোরা, হোমস্টে বন্ধ হয়ে যাওয়ায় তাদের যায় বন্ধ হয়ে গিয়েছে। বক্সার পর্যটন শিল্পের সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের জীবিকা জড়িত। এই নির্দেশের ফলে অনেকেই কাজ হারাতে বসেছেন।
পর্যটন ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন করার পাশাপাশি আদালতেও মামলা দায়ের করেছেন। তাঁরা আশা করছেন যে, আদালত তাঁদের পক্ষে রায় দেবে এবং বনদপ্তরের এই নিষেধাজ্ঞা বাতিল করবে।