নিউজ পোল ব্যুরো: সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। প্রতি মাসে তার অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা। তাহলে কি সত্যিই আর্থিক সংকটে বলিউড তারকা ? ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়।
কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ স্কিমের আদলে ছত্তিশগড়ের বিজেপি সরকার ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। সংশ্লিষ্ট রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। সানি লিওনি নাকি এই প্রকল্পেরই সুবিধা নিচ্ছেন। এরপর তদন্তে নামতেই সামনে আসে আসল তথ্য।
জানা গেছে, ছত্তিশগড়ের বাস্তার জেলায় তালুর গ্রামে এই প্রতারণা হয়েছে। বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। তাঁর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না। তবে, এখনও নাকি অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। যে সব আধিকারিক বীরেন্দ্র অ্যাকাউন্টের নথি যাচাই করেছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তবে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস।