নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর নয় অগ্নিকাণ্ড! বিশেষ মিটিং অগ্নি নির্বাপন দফতরের।সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ডের পর এবার নড়ে বসলো অগ্নি নির্বাপন দফতর।শহর কলকাতার তপসিয়া, নিউ আলিপুর সহ বেশ কয়েকটি জায়গায় পরপর অগ্নিকাণ্ডের পর বিশেষ বার্তা অগ্নি নির্বাপন দফতরের।
আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যৌথভাবে এলাকা পরিদর্শন শুরু করছে দমকল। সোমবার এবিষয়ে কলকাতা, বারাকপুর, হাওড়া ও বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
উপস্থিত ছিলেন দফতরের অন্যান্য আধিকারিকরাও। সূত্রের খবর এদিনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে প্রতি মাসে হবে বৈঠক। যে কারণে তৈরি হচ্ছে যৌথ হোয়াটসঅ্যাপ গ্রুপ। শুধু তাই নয় এমনকি তৈরি হচ্ছে এসওপি। বাছাই করা এলাকার ম্যাপিংও করবে অগ্নি নির্বাপন দপ্তর। এবিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ‘এত বড় দুর্গাপুজোর সামলানোর পরেও কোন ইন্সিডেন্ট নেই। আমি পুলিশকে সবসময় ধন্যবাদ জানাই পুলিশ যেভাবে পরিশ্রম করে কখনও হাওড়া কখনও ব্যারাকপুর আমরা দেখেছি, যত মেলা হচ্ছে সব তো পুলিশই সামলায়।
আমাদের মুখ্যমন্ত্রী সব কিছু সবাইকে আগে থেকেই সতর্ক করে দেন। আমরা তার নির্দেশ মতো যেখানে যেটা দায়িত্ব পালন করি।’ এদিন তিনি আরও জানান রাজ্যে এখন ১৬৪ টি দমকল কেন্দ্র আছে। জঙ্গিপুর এবং পূর্ব বর্ধমানে তৈরি হচ্ছে আরও দু’টি। মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ সংস্থাকে সঙ্গে নিয়ে অডিট হবে। পুলিশের সঙ্গে হবে জয়েন্ট মক ড্রিল। ঘিঞ্জি এলাকার অ্যাপ্রোচ রোড মুক্ত রাখার চেষ্টা করবে অগ্নি নির্বাপন দপ্তর। সমস্ত জায়গায় দমকল বাহিনী সহজে ঢুকতে পারেনা যেমন উত্তর কলকাতা বা বড় বাজারের মতো গেঞ্জি এলাকায় যাতে রোড মুক্ত রাখা যায় সেদিকেও নজর রাখা হবে এবার থেকে।