তারকার পুত্রের জন্ম, খুশির হাওয়া বলিউডে

বিনোদন

নিউজ পোল বিনোদন ডেস্ক : বলিউডে ফের খুশির খবর। বাবা মা হলেন বলিউডের খ্যাতনামা গায়ক জুটি সচেত এবং পরম্পরা। তাঁদের সংসারে বড়দিনের আগেই বইছে খুশির হাওয়া। এদিন তাঁরা আনন্দের সঙ্গে তাঁদের প্রথম সন্তানের জন্মের খবর ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি মিষ্টি ভিডিয়ো। সেখানেই এই তারকা দম্পতি জানালেন যে, তাঁরা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।https://www.instagram.com/reel/DD6DKsBtwAY/?igsh=MXJ3cTV3M29lNmh6OQ==

এদিন সচেত এবং পরম্পরা যে ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে তাঁরা তাঁদের সন্তানের ছোট্ট পা ধরে আছেন হাতের মধ্যে। আনন্দ, আবেগে ভাসছেন দুজনে। সেই ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে দুটো টেডিবিয়ার এবং একটি পুতুল রাখা আছে।

এদিন ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে সচেত লেখেন, ‘মহাদেবের আশীর্বাদে আমরা আনন্দের সঙ্গে আমাদের আদরের সন্তান, ছেলের জন্মের কথা ঘোষণা করছি। আমরা আপনাদের সবার ভালোবাসা এবং শুভেচ্ছা কামনা করছি। জয় মাতা দি।’

উল্লেখ্য , সচেত এবং পরম্পরা ২০২০ সালে গাঁটছড়া বেঁধেছেন। তাঁরা জুটি বেঁধে যেমন ড্যান্স উপহার দিয়েছেন দর্শকদের, তেমনি রোম্যান্টিক হিট রয়েছে তাঁদের গান। ভারতীয় সিনেমার জগতে তাঁদের একাধিক হিট গান আছে। কবীর সিং, তানহাজি, জার্সি, ইত্যাদি ছবির জন্য কাজ করেছেন এই তারকা জুটি।