নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- এই শহরে রাত বাড়লেই মানুষ যেন আরও বেশি উত্তাপের খোঁজে বেড়িয়ে পড়ে।আর বড়দিন মানে তো কথাই নেই, বাঁধন ছেড়া আনন্দ যেন মাতিয়ে তোলে সবাইকে। তবে অনেকেই চিন্তা করেন বাড়ি ফেরা নিয়ে, আর যা অবস্থা হয় এই কদিন পার্কস্ট্রীট থেকে ধর্মতলা পর্যন্ত তা আর না বলাই ভালো। তবে কলকাতা মেট্রো এবার আপনার বাড়ি ফেরার চিন্তাকে দুর করতে বাড়িয়েছে সময় তাঁদের শেষ মেট্রোর। তাই আপনি চাইলেি আরও একটু বেশি আনন্দ করতেই পারেন বড়দিনের পার্কস্ট্রীটে বা ধর্মতলায়| তার কারণ কবিসুভাষ থেকে শেষ মেট্রো ছাড়াবে রাত ১০ টা বেজে ৪৯ মিনিটে আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ৫৩ মিনিটে।
খুব স্বাভাবিকভাবেি তাই রাত সাড়ে এগারোটা পর্যন্ত আপনি অনায়াসেই এবারের বড়দিনে জমিয়ে আনন্দ করতে পারবেন বন্ধু বা পরিবারের সঙ্গে যেখানে দুপুর তিনেটে থেকে প্রতি সাত মিনিট অন্তর মেট্রো চলবে তবে থাকছে না প্রতিদিনের ১০ টা ৪০ মিনিটের শেষ মেট্রো। তাই তাড়াহুড়োর কিছু নেই,ধীরে সুস্থে বান্ধবীর হাত ধরে সাবধানে মেট্রোতে একবার উঠলেই হলো তারপর সোজা পার্কস্ট্রীট। ব্যস মাথায় স্যান্টা বুড়োর টুপি পড়ে তারপর চুটিয়ে আনন্দ করে রাত সাড়ে এগারোটা নাগাদ শেষ মেট্রো ধরে আপনি ফিরে আসুন নিজের ডেরায়। তাতে আপনিও খুস আর মেট্রো কর্তৃপক্ষও খুস।