নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাদম্বিনীর বাবা – মায়ের আবেদন আপাতত গ্রহণ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে ক্ল্যারিফিকেশন করতে হবে তাঁদের নজরদারিতে তদন্ত চলছে না। ডিভিশন যদি বলে এই তদন্তে নজরদারি করছে না এবং মামলা শোনার অধিকার সিঙ্গেল বেঞ্চের আছে তাহলে এই মামলার শুনানি গ্রহণ করবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। কারণ সুপ্রীম কোর্ট এবং হাই কোর্টের ডিভিশন বেঞ্চে তদন্ত সংক্রান্ত রির্পোট জমা করেছে সিবিআই। ১৫ জানুয়ারির মধ্যে ডিভিশন বেঞ্চ থেকে ক্ল্যারিফিকেশন করে আনতে হবে। ১৫ জানুয়ারি পরবর্তী শুনানি।
বিচারপতি:–
আপনারা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রীম কোর্টে কি আবেদন জানিয়েছিলেন।
সুদীপ্ত মৈত্র:–
আমরা কখনো সিবিআই তদন্ত চাইনি, ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আমরা সঠিক তদন্ত চেয়েছি। এই আবেদন সম্পূর্ণ আলাদা।
রাজদীপ মজুমদার:–
এই মামলা এখনো সুপ্রীম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এখনও মামলা বিচারাধীন রেখেছে কারণ সুপ্রীম কোর্টে যেহেতু মামলাটি বিচারাধীন আছে।
বিচারপতি:–
আমাকে দেখতে হবে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রীম কোর্টে কী মামলা বিচারাধীন আছে।
সুদীপ্ত মৈত্র:–
সুপ্রীম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করেছে।
বিচারপতি:–
কলকাতা হাই কোর্টে বাবা – মা আবেদন করেছিল। স্ট্যাটাস রিপোর্ট ফাইলের নির্দেশ সুপ্রীম কোর্টের আছে।
সুদীপ্ত মৈত্র:-–
সেটা নিরাপত্তা নিয়ে। তদন্ত নিয়ে নয়।
রাজদীপ মজুমদার:-–
চার্জশিট জমার পর ৩ টে স্ট্যাটাস রিপোর্ট পেশ হয়েছে সুপ্রীম কোর্টে।
বিচারপতি:–
আমি জানতে চাই কলকাতা হাই কোর্ট বা সুপ্রীম কোর্ট কারুর নজরদারিতে এই তদন্ত চলছে কিনা।?
রাজদীপ মজুমদার:–
আমি যতটুকু জানি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নজরদারিতে তদন্ত চলছে। অনেকগুলি আবেদন করা হয়েছে এই বেঞ্চ। যেহেতু মামলাটি সুপ্রীম কোর্টের বিচারাধীন তাই কলকাতা হাই কোর্ট মামলাটি বিচারাধীন অবস্থায় রেখে দিয়েছে।
বিচারপতি:–
নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া আমি হস্তক্ষেপ করতে পারি। কিন্তু জুডিশিয়াল ডিসিপ্লিন মোতাবেক যদি উচ্চ বেঞ্চ বা উচ্চ আদালত নজরদারি করে তাহলে এই মামলা আমি গ্রহণ করতে পারি না। এই বিষয়টায় আমি সন্তুষ্ট না হয়ে মামলার শুনানি গ্রহণ করতে পারি না। আপনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে ক্লারিফিকেশন করে আসুন। ডিভিশন যদি বলে এই মামলা শোনার অধিকার আমার আছে তাহলে আমি এই মামলা গ্রহণ করব। কারণ জুডিশিয়াল ডিসিপ্লিন আছে।