ওড়নার ফাঁসে মৃত্যু আট বছরের শিশুর

জেলা

নিউজ পোল ব্যুরো, নদীয়া: মায়ের ওড়না নিয়ে খেলতে খেলতে প্রাণ গেলো আট বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামে। শিশুটির নাম সন্দীপ সরকার। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্দীপ নিজের ঘরে একা খেলছিল। তার হাতে ছিল একটি মোবাইল ফোন। হটাৎ মায়ের ওড়না নিয়ে খেলতে খেলতেই ফাঁস লেগে যায় তার গলায়। পরিবারের সদস্যেরা ঘরে ঢুকেন দেখেন শিশুটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাট থেকে ঝুলছে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।

শিশুর আত্মীয় সুমন্ত সরকার বলেন, “বাড়িতে একাই খেলছিল সন্দীপ। আমরা যখন ঘরে ঢুকি, তখন দেখি সে ওড়নায় ফাঁস লেগে ঝুলে আছে। তৎক্ষনাৎ আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই কিন্তু তার প্রাণ বাঁচাতে পারিনি।” এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রাম শোকাহত। ছোট্ট সন্দীপের হটাৎ চলে যাওয়া সবার মনে গভীর আঘাত করেছে। তার পরিবারের এই কঠিন সময় সকলেই তাদের পাশে দাঁড়িয়েছেন।