খেলতে গিয়ে কুয়োয় পড়ে মৃত শিশু

দেশ

নিউজ পোল ব্যুরো, রাজস্থান: ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল তিন বছরের মেয়েটি। খেলতে গিয়েই এমন ঘটনা বলে জানা গেছে। গত সোমবার রাজস্থানের কোটপুটলি জেলায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে প্রশাসন। পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকার্য খতিয়ে দেখছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজ শুরুর আগে যে এমন দুর্ঘটনা ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারিনি।একদিন পর কূপটির কাজ শুরু হওয়ার কথা ছিল সেজন্য টিউবটি খোলা রেখে দেওয়া হয়। কিন্তু সোমবার সেখানে খেলতে যায় তিন বছরের ছোট্ট মেয়ে চেতনা। তারপরই গর্তে পড়ে যায় শিশুটি। ১৫ফুট গভীরে আটকে যায় শিশুটি। তারপর আরও নীচে চলে যায়। শিশুটিকে বাঁচাতে বুলডোজার দিয়ে মাটি খনন শুরু হয়। শিশুটির শারীরিক অবস্থা জানার জন্য ভেতরে ক্যামেরা পাঠানো হয়েছে এবং সরবরাহ করা হয়েছে অক্সিজেন।

উল্লেখ্য, চলতি মাসেই রাজস্থানের দৌসা জেলায় একই ধরনের ঘটনা ঘটেছিল। আরিয়ান নামে পাঁচ বছরের এক শিশু খেলতে গিয়ে দেড়শ ফুট গভীর কূপে পড়ে যায়। প্রায় ৫৫ ঘন্টা ধরে উদ্ধারকার্য চালানো হলেও সেটি ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুটির।

কোটাপুরির পুলিশ কমিশনার বৈভব শর্মা বলেন, “বাড়ির পাশেই ছিল কুয়োটি। ঘটনাটি যখন ঘটেছে তখন বাড়ির অন্যান্য সদস্যরা ভেতরে ছিলেন। ফলে প্রথমে কেউ কিছুই বুঝতে পারেনি। খবর পেয়ে সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। NDRF এবং SDRF-কেও তথ্য পাঠানো হয়েছে।”