নিউজ পোল ব্যুরো: পর্যটনের ভরা মরশুমে এবার ভোগান্তির শিকার ছাত্রীরা। এবার উত্তরবঙ্গে ট্রেন বিভ্রাট। আরও এক বিপর্যয় থেকে কোনওরকমে বেঁচে গেল ট্রেন। ট্রেন চালকের তৎপরতায় কোনওরকমে রক্ষা পেল দুর্ঘটনা থেকে। এবার মালগাড়ির ইঞ্জিন বিগড়ে যাওয়ায় উত্তরবঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে।
উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আমবাড়ি-ফালাকাটা- বেলাকোবা রুটে একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে আটকে যায় মালগাড়ি। ইঞ্জিন আটকে যাওয়ায় এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে জম্মু-তাওয়াই-গুয়াহাটি লোহিত এবং গুয়াহাটি-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস।
এক ঘন্টা দাঁড়িয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হন রেল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পর মালগাড়িটিকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজনি হতেই রেলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই সময় যাত্রীবাহী কিংবা অন্য কোনও ট্রেন এলে দুর্ঘটনা ঘটতেই পারত। এক্ষেত্রে রেলকর্মীদের আরও বেশি সজাগ থাকা দরকার বলে মনে করে ওয়াকিবহাল মহল।