নিউজ পোল ব্যুরো : তামিলনাড়ুর রামেশ্বরমের অগ্নিতীর্থম সমুদ্র সৈকতের কাছে মহিলাদের চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেফতার ২। প্রতিদিনই দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক রামেশ্বরম মন্দির দর্শনে আসেন।
অনেক তীর্থযাত্রী রামনাথ স্বামী মন্দিরে পুজো দেওয়ার আগে অগ্নিতীর্থম সমুদ্র সৈকতে যান, সেখানে স্নান করেন এবং তারপর মন্দিরে যান। তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেসরকারি উদ্যোগে সমুদ্র সৈকতের কাছে বেশ কিছু বাড়ি তৈরি করা হয়েছে। সেখানে স্নান সেরে তীর্থযাত্রীরা পোশাক বদলে মন্দিরে যান।
কিন্তু সোমবার, এক তীর্থযাত্রী চেঞ্জিং রুমে একটি গোপন ক্যামেরা দেখেন। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরগুলিতে তল্লাশি চালান। সেই সময় ঘর থেকে উদ্ধার হয় একটি গোপন ক্যামেরা। এই ঘটনার পর রাজেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্য একজনের হদিস পায়। অন্য অভিযুক্ত সৈকতের কাছে একটি চায়ের দোকানে কাজ করেন। ধৃত রাজেশ জানান, ঘটনার সঙ্গে চায়ের দোকানের ওই কর্মী জড়িত। পুলিশ ওই কর্মীকেও গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, এরকম ঘটনা কবে থেকে শুরু হয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনা প্রকাশ্যে আসতেই পর্যটকদের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়।