নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজিকর কাণ্ডে বিচার নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। চিকিৎসকদের দাবি, তদন্তকে প্রচ্ছন্ন করার চক্রান্ত করছে কেন্দ্র এবং রাজ্য দুই এজেন্সি মিলে। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন এর সামনে জমায়েত হয় মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির সদস্যরা। সেখানে এমন অভিযোগ তোলেন চিকিৎসক বিপ্লব চন্দ। এরপরে তাঁরা CBI অফিস ঘেরাও অভিযান শুরু করেছে। সিজিও কমপ্লেক্সের গেটে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এমনকি পুলিশের সাথে ধস্তাধস্তিও শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। তাঁরা ব্যারিকেড ভেঙে সিজি কমপ্লেক্সের ভেতর ঢোকার চেষ্টা করে।
এদিন অর্থাৎ মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ চিকিৎসক ও নার্স সংগঠনের সদস্য থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর বঙ্গীয় রাজ্য শাখায় তাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন একই বিষয় নিয়ে। চিকিৎসক বিপ্লব চন্দ তাঁর ভাষণে অভিযোগ করেন, সিএফএসএল(CFSL) এর তরফ থেকে যে রিপোর্ট সামনে এসেছে তাতে আরজিকরের জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা একজনের পক্ষে সম্ভব নয় তার ইঙ্গিত মেলে। চার মাস পেরিয়ে গেল অথচ তার বিচার পাওয়া তো দুরের কথা উপরুন্ত সেই কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
সিবিআই নির্ধারিত সময় চার্জশিট দিতে পারেনি। এখন প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দুই তদন্তকারী সংস্থা কার্যত প্রকৃত সত্য গোপনের চেষ্টা করছেন। মূলত তার বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে। সিবিআইয়ের এই ব্যর্থতা সাধারণ মানুষকে হতাশ করেছে। তাই সংগঠনের তরফে দ্রুত বিচারের দাবিতে সিবিআইয়ের কাছে দাবি পেশ করা হবে।