নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কেন্দ্রীয় সরকারের বিচারে রাজপুর সোনারপুর পরিষেবা পরিচালিত গড়িয়া সু-স্বাস্থ্য কেন্দ্র NQAS অর্থাৎ ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুইরেন্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেল ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলার একমাত্র স্বাস্থ্যকেন্দ্র হিসেবে এই সার্টিফিকেট পেয়েছে তাঁরা ৷ মুলতঃ হাসপাতালের পরিকাঠামো, রোগীর পরিষেবা, সহায়তা পরিষেবা, ক্লিনিক্যাল কেয়ার ও সংক্রমণের নিয়ন্ত্রনের ব্যবস্থাপনার উপর নির্ভর করে NQAS এর মান নির্ণয় করা হয় ৷ সারা দেশ জুড়েই প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের উপর এই সমীক্ষা করা হয় ৷
সেখানে জেলার একমাত্র স্বাস্থ্যকেন্দ্র হিসেবে রাজপুর সোনারপুর পুরসভা পরিচালিত গড়িয়ার এই স্বাস্থ্যকেন্দ্র এই শিরোপা পেল ৷ রবিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল ১১টা থেকে এখানে সমস্ত প্রাথমিক চিকিৎসার পরিষেবা পাওয়া যায় ৷ নির্ধারিত বিভিন্ন শারীরিক পরীক্ষাও সম্পুর্ণ বিনামুল্যে করা হয়৷ এরফলে গড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এতে উপকৄত হবেন৷