কাঞ্চনের কাণ্ডে হতভম্ব বিধানসভা, একি বললেন বিধায়ক!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: জনসম্মুখে আবারও অস্বস্তিতে কাঞ্চন! ফের একবার বিতর্ক অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককে ঘিরে বিতর্ক। সচিবালয় সূত্রে খবর স্ত্রীর সন্তান প্রসবের কারণে চাইলেন ছ-লক্ষ টাকা।
এদিন বিধানসভার অন্তরে ম্যাডিকেল বিলের অঙ্ক নিয়ে শোরগোল পরে রীতিমতন। বিধানসভার , বিলে অর্থের পরিমাণ দেখেই চক্ষু চড়কগাছ হয় আধিকারিকদের।

এই বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেত্রীশ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মাত্র কয়েকমাসের মধ্যেই আসে সুখবর। মাত্র কয়েক মাস পর নভেম্বর মাসে কন্যাসন্তানের পিতা হন তিনি।

দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৩ নভেম্বর কন্যাসন্তানের বাবা হন কাঞ্চন। সেই বেসরকারি হাসাপাতালটির বিল দেখিয়েই এবার বিধানসভায় ছ’লক্ষ টাকার দাবি করলেন কাঞ্চন।
তিনি উল্লেখ্য করেন, বিল মিটিয়ে স্ত্রী-কন্যাকে বাড়িতে নিয়ে আসেন তিনি। সেই টাকাই এই মুহূর্তে প্রয়োজন তাঁর।
বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার সমস্ত তথ্য ও নথিসমেত বিধানসভার স্বাস্থ্য বিষয়ক বিভাগে বিলটি জমা দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। আর এর পর থেকেই ফের শিরোনামে উঠে এসেছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক।

আগেও বিয়ের কার্ডকে ঘিরে বিতর্কের জালে জড়িয়েছিলেন কাঞ্চন। বিয়ের দিনে সকলের প্রবেশ নিষেধাজ্ঞাকে ঘিরে তুঙ্গে উঠেছিল চর্চা। তারপর থেকেই লাগাতার দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকতেন কাঞ্চন ও শ্রীময়ী। এই ঘটনার পর আবারও সোশ্যাল মিডিয়াতেই শুরু হয়েছে নেটিজেনদের শোরগোল।