ফুচকা খেতে গিয়েই প্রাণ গেল এক শিশুর

দেশ

নিউজ পোল ব্যুরো: ফুচকা খেতে গিয়েই প্রাণ হারায় মুম্বইয়ের ছয় বছরের এক শিশুর। রবিবার সন্ধ্যায় ওই শিশুটি তার বাবার সঙ্গে গাড়িতে চেপে বেরিয়েছিল ফুচকা খেতে। সঙ্গে ছিল তার ভাইবোনেরাও। মৃত শিশুটির নাম হর্স মাওজি আরেথিয়া। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে গাড়িটির এয়ারব্যাগের চাপেই প্রাণ হারায় শিশুটি।

হর্স তার বাবার সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিল। গাড়িতে ছিল তার ভাইবোনেরাও। গাড়িটি চালাচ্ছিল হর্সের বাবা। হর্স বসে ছিল বাবার পাশের সিটেই। আচমকা তাদের সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সজোরে ধাক্কা মারে হর্সদের গাড়িকে। সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এত জোরেই হর্সদের গাড়িতে ধাক্কা মেরেছিল যে গাড়িতে থাকা বেলুনের আকারের এয়ারব্যাগ দ্রুত খুলে যায়। ছোট্ট হর্স তার ভার সামলাতে পারেনি এবং এয়ারব্যাগের ঝাপটাতেই প্রাণ হারায় সে।

হর্সকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পান নি। তাঁদের অনুমান ‘পলিট্রমা শক’-এর কারণে মারা যায় হর্স। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে দেখেছেন যে গাড়িটির বনেট থেবড়ে গেছে। উইন্ডস্ক্রিনে রয়েছে ফাটল। যে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরেছে তার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।