মেলবোর্নে উৎসবের মেজাজে বিরাট-অনুষ্কা

ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : রাত পোহালেই বক্সিং ডে টেস্ট। তাই বলে কি ক্রিসমাসের আনন্দে ভাটা পড়তে পারে। উৎসবের মেজাজে পাওয়া গেল ‘কিং’ বিরাট কোহলিকে। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মেলবোর্নের রাস্তায় ঘোরার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ব্রেকফাস্ট সারতে একটি ক্যাফেতেও খেতে যান তাঁরা।

বর্ডার গাভাসকর ট্রফিতে ফর্মের জোয়ার-ভাঁটা চলছে বিরাটের ব্যাটে। তবে তিনি যে ঠিক ফর্ম খুঁজে পাবেন তা নিয়ে নিশ্চিত রোহিত শর্মা। নেটেও নিজেকে নিবিড় অনুশীলনে ডুবিয়ে রেখেছেন বিরাট। আবার কখনও উচ্ছ্বসিত সমর্থকদের শান্তও করেছেন। তবে ক্রিসমাসের দিন সকালে তাঁকে পাওয়া গেল ভিন্ন মেজাজে।

স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ক্যাফেতে যান বিরাট। সেখানেই ব্রেকফাস্ট সারেন দু’জনে। বিরাটের পরনে ছিল গোলাপী জামা। যদিও ক্যাফের ছবিতে অনুষ্কাকে দেখা যায়নি। ওই ক্যাফের পক্ষ থেকে ইনস্টাগ্রামে বিরাট ও অনুষ্কাকে ধন্যবাদ জানিয়ে ছবি পোস্ট করা হয়। ছুটির দিন সকালে সেলিব্রিটি দম্পতি হঠাৎ এসে হাজির হওয়ায় তাঁরাও চমকে যায়। শেফকে ধন্যবাদ জানাতে বিরাট নিজেই হাজির হন রান্নাঘরে। সবার সঙ্গে ছবিও তোলেন তিনি। অন্যদিকে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিরুষ্কার আরও একটি ভিডিও। পায়ে হেঁটে দুজনে ঘুরে দেখছেন মেলবোর্ন শহর। তবে ভিডিওটি যেন তাঁদের অজান্তেই করা হয়েছে।

https://www.instagram.com/reel/DD-LqrFhGAd/?igsh=MXhyZm45MmJ4eHUxNw%3D%3D

সাধারণ মানুষের কাছে মুলত এটাই ধারণা থাকে। তাই ছোটখাটো ক্যাফে বা রেস্তরাঁয় তারকাদের দর্শন পাওয়া, চমকপ্রদ বিষয়। কন্যার পরে পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই অনুষ্কা বিরাটের সঙ্গে লন্ডনেই বেশিরভাগ সময় থাকেন। যদিও তাঁরা ভারতের পাঠ পুরোপুরি চুকিয়ে দিচ্ছেন কিনা, তা জানা যায়নি! এমনও শোনা গিয়েছে যে, অভিনেত্রী অনুষ্কা শর্মা অভিনয় কেরিয়ারকেও বিদায় জানাবেন। তবে সবটাই জল্পনা ভক্তদের।