নিউজ পোল ব্যুরো: কমছে পড়ুয়ার সংখ্যা! দুয়ারে হাজির শিক্ষক শিক্ষিকারা। স্কুল ছুট ঠেকাতে এই উদ্যোগ জেলা জুড়ে। কোচবিহারের ঘোকসাডাঙার বৃষকেতু ধর্মেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা ক্রমশঃ কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। একদিকে কো–এড স্কুলগুলিতে ভিড় বাড়ছে, অন্যদিকে, এই বালিকা বিদ্যালয়টিতে ছাত্রীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিদ্যালয়ের শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে মেয়েদের স্কুলে পাঠাতে অনুরোধ জানাচ্ছেন।
মাথাভাঙা ২ নম্বর ব্লকের একমাত্র বালিকা বিদ্যালয় হিসেবে বৃষকেতু ধর্মেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়টি বেশ পুরনো এবং ঐতিহ্যবাহী। বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে ছাত্রী ভর্তি কমে যাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন। কেন ছাত্রীরা এই স্কুলে না এসে অন্য স্কুলে যাচ্ছে, তা জানতে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নিচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকারা। নতুন বছরে তাঁদের স্কুলে ছাত্রী পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানাচ্ছেন।
স্কুল পরিচালন কমিটির সভাপতি বিশ্বেশ্বর বর্মণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘গত কয়েকবছর ধরে আমাদের স্কুলের ছাত্রী সংখ্যা কমে যায়। এর জন্য স্কুলের শিক্ষিকারা প্রতিদিন ৩-৪ ঘন্টার দূরত্ব এমন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলছেন। দেখা যাক নতুন বছরে কতটা সাফল্য আসে।’