১০০ ঘন্টা পরেও অধরা জিনাত!

breakingnews জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: কিছুতেই বাগে আসছে না বাঘিনী! ১০০ ঘণ্টাতেও অধরা জিনাত। হন্নে হয়ে খোঁজ করলেও কিছুতেই মিলছে না খোঁজ।

ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী চারদিন ধরে নিখোঁজ! অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতরের কর্মীরা। বাঘিনীকে ফাঁদে ফেলতে নিয়ে যাওয়া হচ্ছে শুয়োর। তারপরেও বন দফতরের সব চেষ্টাই যেন বিফলে যাচ্ছে, কাটছে দিন পেরিয়ে রাত।

লাগাতার খোঁজ চালানো হচ্ছে পুরুলিয়ার বান্দোয়ানের পাহাড়ের রাইকা এবং কেশরা জঙ্গলে। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এলাকায় ১৫টি জায়গায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা। কিন্তু ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। চারদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনা রীতিমতো নাস্তানাবুদ করছে বন দফতরের কর্মীদের। টোপ ফেললেও সেই ফাঁদে পা দিচ্ছে না যমুনা। ফলতঃ আতঙ্কেই দিন কাটছে গ্রামবাসীদের। এদিকে ক্রমশই কমে যাচ্ছে গ্রামের গবাদি পশুর সংখ্যা দাবি করছেন গ্রামবাসীরাই।

বন দফতর সূত্রে খবর, গতকাল মঙ্গলবার ঘাটশিলার দিকে রওনা দিয়েও ফের বান্দোয়ানে ফিরে আসে যমুনা। আজ সকালে তার অবস্থান পুরুলিয়ার বান্দোয়ানে কুইলাপাল বিটের কেশরার জঙ্গল। গতকাল বান্দোয়ানের কায়রো পাহাড়ে ছিল পলাতক বাঘিনী। তারপরেই রওনা দেয় ঘাটশিলার দিকে। অপরদিকে, আজ বুধবার যমুনা হাঁটা দিয়েছে চিরুডির জঙ্গলের দিকে।