ঘন কুয়াশায় কাজাখস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান

breakingnews আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আজ বুধবার কাজাখস্তানের আকতুতে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। কাজাখস্তান সরকারের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। বুধবার সকালের এই দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ১০০ জন যাত্রী ছিলেন। বিমান ভেঙে পড়ায় তাঁরা সকলেই মৃত বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক ভাবে জানা যায়, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের। বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনি যাচ্ছিল বিমানটি। কিন্তু ঘন কুয়াশার কারণে তার পথ ঘুরিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানবন্দরের ওপর বেশ কয়েক বার চক্কর কাটতে দেখা গিয়েছে বিমানটিকে। তার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

বিমান ভেঙে পড়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি খোলা মাঠের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তাতে আগুন ধরে যায়। বিমানবন্দরের কাছেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জরুরি ভিত্তিতে নামার জন্য বিমানবন্দরকে জানিয়েছিলেন পাইলট, কিন্তু তার আগেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়।

আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমানটি বাকু থেকে স্থানীয় সময় ভোর ৩ টে ৫৫ মিনিটে গ্রজনির উদ্দেশে রওনা দেয়। উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, বিমানটি টুকরো টুকরো হয়ে গিয়েছে। তবে কয়েক জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। কত জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে তা স্পষ্ট নয়।