নিউজ পোল ব্যুরোঃ বড়দিনে নতুন অতিথি দার্জিলিং-এ, প্রায় একদশক পরে বিদেশ থেকে নতুন অতিথি এলো ঘরে। সুদূর নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে এক জোড়া রেড পান্ডা। রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সচিব সৌরভ চৌধুরীর মতে, এই দুটি রেড পান্ডার বয়স আড়াই বছর।
এই রেড পান্ডাগুলিকে দার্জিলিং চিড়িয়াখানায় আনার মূল উদ্দেশ্য হল রেড পান্ডার জিনগত বৈচিত্র্য বাড়ানো। সৌরভ চৌধুরী জানান, জিনগত বৈচিত্র্য বাড়লে সুস্থ সবল বাচ্চা জন্ম হবে। এই বাচ্চাগুলিকে পরবর্তীতে নেওড়াভ্যালি বা সিঙ্গালিলা ন্যাশানাল পার্কে ছেড়ে দেওয়া হবে। সেখানে তাঁরা প্রজনন করে আরও রেড পান্ডার জন্ম দেবে। দার্জিলিং চিড়িয়াখানা রেড পান্ডার জন্য বিশ্বের অন্যতম সেরা সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই চিড়িয়াখানায় রেড পান্ডার প্রজনন ও সংরক্ষণের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই চিড়িয়াখানার প্রশংসা করা হয়।
সাধারণত বিদেশ থেকে কোনও বন্যপ্রান আনা হলে দেশের কোনও বন্যপ্রান বিনিময়ে সেই চিড়িয়াখানায় পাঠাতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনও বন্যপ্রান বিনিময় হয়নি। দার্জিলিং চিড়িয়াখানার সুনামের কারণেই নেদারল্যান্ডস এই রেড পান্ডাগুলিকে দান করেছে। নেদারল্যান্ডস থেকে এই রেড পান্ডাগুলিকে বিমানে করে ভারতে আনা হয়েছে। মোট ২৭ ঘন্টার এই যাত্রায় একবার দোহায় বিমান পরিবর্তন করা হয়েছে।