বড়দিনে নতুনভাবে সেজে উঠেছে শ্রীভূমি

কলকাতা


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যেক বছরের ন্যায় এছরও রাজ্যের দমকল ও জরুরী পরিষেবা দফতরের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু ও তাঁর ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব অনুষ্ঠানের উদ্বোধন হল। গতকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর ও দক্ষিণ দমদম পৌরসভার প্রতিনিধিরা। নাচে-গানে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়।


বিধাননগরের বিধায়ক সুজিত বসু জানান, ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফে আমরা সারা বছর ধরে সাধারণ মানুষের জন্য নানারকম অনুষ্ঠান করে থাকি। যেখানে সাধারণ মানুষ বিনা পয়সায় অনুষ্ঠান দেখতে পারে। এর পাশাপাশি যে কোন অনুষ্ঠান বা মেলা হলেই যার কথাটা মনে পড়ে তা হল খাওয়া-দাওয়া। এই কার্নিভালে বিভিন্ন নামি-দামি ফুড স্টল যেমন থাকছে তেমনি দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন পিঠে-পুলি-মিষ্টি নিয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষজন। আমরা কোনদিনও কারোর কাছ থেকে কোনও রকম পয়সা নিই না। কিন্তু আমরা চাই সাধারণ মানুষ তাঁদের পরিবার নিয়ে এই অনুষ্ঠানে মেতে উঠুক।’


তিনি আরও বলেন, ‘শ্রীভূমি দুর্গাপুজো যেমন রাজ্য সহ ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছেছে তেমনি আন্তর্জাতিক স্তরেও জায়গা করে নিয়েছে। বেশ কয়েক বছর ধরে লেকটাউন, বিধাননগর, বাঙুর, সল্টলেকের বহু মানুষ পার্ক স্ট্রিটে না গিয়ে এই শ্রীভূমিতে এসে বড়দিন উৎসব পালন করেন।’গতকাল অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কার্নিভাল। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। এই কয়েকদিনে অনেক খ্যাতনামা ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন এই কার্নিভালে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, ‘মায়ের মৃত্যুর পর আমি খুব একটা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি না। কিন্তু সুজিতদার আহ্বানে এখানে না এসে থাকতে পারলাম না। সবার নতুন বছর খুব ভালো কাটুক।’ তাঁর পাশাপাশি অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।