নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সমস্ত জল্পনার পর অবশেষে পার্থর বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তারির ৮৫ দিনের মাথায় চার্জশিট পাস করতে চলেছে সিবিআই।
১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এর পর থেকে এখনও পর্যন্ত একটাও চার্জসিট এখনও পর্যন্ত দেয়নি সিবিআই।
সূত্রে খবর শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ৪০ পাতার চার্জশিট পেশ করা হতে পারে।
দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেনও হয়েছেন তিনি। সদ্য শর্তসাপেক্ষে জামিনের অনুমতিও মিলেছে। কিন্তু তা কেবলমাত্র ইডির মামলায়। উল্লেখ্য, যদিও সিবিআইএর মামলায় এখনো জামিন পাননি তিনি। তাই জামিন পেয়েও জেল মুক্ত হওয়া সম্ভব হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রী।
শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। তাতে আরও একাধিকের নাম থাকবে বলেই খবর।
সদ্য জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ট অর্পিতা। মায়ের মৃত্যুর পর শর্তসাপেক্ষে বাড়িতে সময় কাটানোর পর পরেই জামিন পান তিনি। সমসাময়িক সময়ে দুজনেই গ্রেফতার হলেও একজন বর্তমানে বাড়িতে আর অপরজন জেলে।
প্রাক্তন মন্ত্রীর জেল মুক্তি চেয়ে এরইমধ্যে আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী।