ট্রেনে কাটা পড়া জখম সারমেয়র চিকিৎসায় এগিয়ে এলেন এলকাবাসীরা

জেলা

নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির ঘাট রেলস্টেশন এলাকায় শুক্রবার সকালে রেললাইনের ওপরে ট্রেনের ধাক্কায় চারটি পা কাটা পড়ে একটি কুকুরের। স্থানীয় এক পথচারী এই ঘটনাটি দেখতে পান। কুকুরটির নড়াচাড়া করছে কিন্তু হাঁটাচলা করার তার ক্ষমতা নেই। কাতর ভাবে আর্তনাদ জানাচ্ছে যাতে তাকে কেউ একটু সাহায্য করে। তৎক্ষণাৎ ওই এলাকার যাঁরা টোটো চালক রয়েছেন তাঁরা দৌড়ে আসেন। কুকুরটিকে তাঁরা উদ্ধার করেন। কিন্তু কুকুরটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, নিজে থেকে তার গায়ে হাত দিতে সাহস পাচ্ছিলেন না কেউই। তৎক্ষণাৎ তাঁরা স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তকে খবর দেন। ঘটনাস্থলে কাউন্সিলর এসে পৌঁছন। তিনি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কুকুরটিকে নিয়ে আসা হয় পশু হাসপাতালে। এখন তার চিকিৎসা চলছে। বিকেলে তার অপারেশন করা হয়।


এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা দেখতে পান একটি কুকুর রেললাইনের পাশে নড়াচড়া করছে আর কাতরভাবে আর্তনাদ করছে। তাঁরা বুঝতে পারেন কুকুরটির ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে তার চারটি পা কাটা পড়েছে। চিকিৎসার জন্য তাঁরা কুকুরটিকে চুঁচুড়া পশু হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জানান, খবর পাওয়া মাত্রই তাঁরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন। কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়, পশু হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। কুকুরটি সুস্থ হলে তাকে এক পশুপ্রেমী সংগঠন যারা এই ধরনের কুকুর বিড়ালদের সংরক্ষণ করে তাদের কাছে দিয়ে আসা হবে।

মূলত, মানুষের সবথেকে কাছের বন্ধু কুকুর। তারা রাতভর জেগে এলাকা পাহারা দেয়। আজ যখন সে বিপদে পড়েছে তখন সকল মানুষের কর্তব্য তার সাহায্যের জন্য এগিয়ে আসা। সেই কাজই করেছে চুঁচুড়ার মানুষজন।